King Charles III: রাজমুকুট পরলেন তৃতীয় চার্লস,আবেগে ভাসছে ইংল্যান্ড,দেখুন ভিডিয়ো

সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে লন্ডনে। তার মধ্যেই লন্ডন জুড়ে এদিন যেন উৎসবের আবহ। একেবারে চাঁদের হাট বসেছে। ইংল্যান্ডের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান। শনিবার ওয়েস্ট মিনস্টার অ্যাবেতে একেবারে একটি ধর্মীয় অনুষ্ঠানে এই অভিষেক হয়েছে। রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠল ঝলমলে রাজমুকুট। অভিষেক অনুষ্ঠানে শপথ নেন তিনি। শপথে উল্লেখ করা হল তিনি একজন অনুগত প্রটোস্টান্ট।

গত সেপ্টেম্বরে প্রয়াত হয়েছিলেন চার্লসের মা রানি এলিজাবেথ। তাঁরই উত্তরসূরী হিসাবে সেই চতুর্দশ শতকের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস। মাথায় উঠল ৩৬০ বছরের প্রাচীন রাজমুকুট। সেন্ট এডওয়ার্ড রাজমুকুট। ইংল্যান্ডের চিরাচরিত প্রথা মেনে এদিন তাঁর মাথায় রাজমুকুট পরানো হয়।

 

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এদিন উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। ভারতের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলিয়াকে রানি হিসাবে মুকুট পরানো হয়। প্রায় দুঘণ্টা ধরে চলে এই অনুষ্ঠান। একেবারে জমকালো এই অনুষ্ঠান। বিশ্বের অত্যন্ত ১০০ রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা এই অনুষ্ঠানের সাক্ষী থাকলেন। অ্য়াংলিকান চার্চের আধ্যাত্মিক গুরু ধীরে ধীরে রাজমুকুট অর্পণ করেন রাজা তৃতীয় চার্লসকে।