Naba Jower: টাকা না দেওয়ায় ‘নব জোয়ার’এর ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার

দাবি মতো টাকা না দেওয়ায় নাম বাদ গিয়েছে অভিষেকের ‘নব জোয়ার’ কর্মসূচির ভোটার তালিকা থেকে। এমনই অভিযোগ করলেন মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম এলাকার ৪৬ নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি। এর প্রতিবাদে এদিন পঞ্চায়েত দফতরের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বুথ সভাপতি তাহির মহালদারের অনুগামীরা। অবিলম্বে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সিংহর অপসারণ দাবি করেছেন তাঁরা।

তাহির মহালদারের দাবি, উৎসাহ নিয়ে মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগদান করেছিলেন তিনি। সভার পর ভোটদান করতে গিয়ে তিনি জানতে পারেন তাঁর নাম ভোটার লিস্টে নেই। বুথ সভাপতি হলেও ভোট না দিয়ে ফিরতে হয় তাঁকে। এর প্রতিবাদে শুক্রবার সকালে কাজিগ্রাম পঞ্চায়েত অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বুথ সভাপতির অনুগমীরা। তাদের দাবি, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে।

এরই মধ্যে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেন তাহির মহালদার। তিনি বলেন, ‘জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দলের তরফে ইংরেজবাজার ব্লকের দায়িত্বপ্রাপ্ত প্রতিমা সিংহ আমার কাছে টাকা চেয়েছিলেন। আমি টাকা দিইনি। তার জেরে চক্রান্ত করে আমার নাম কেটে দিয়েছেন তিনি।’ তিনি বলেন, ‘প্রতিমা সিংহ দলে গোষ্ঠী তৈরি করছেন। স্লো পয়েজেনিং করে দলকে শেষ করে দিচ্ছেন তিনি। অবিলম্বে তাঁর অপসারণ চাই।’

নব জোয়ার কর্মসূচিতে বেরিয়ে প্রায় রোজই অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অভিষেককে। প্রায় সব জায়গাতেই এসেছে ব্যালট নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে কাড়াকাড়ির অভিযোগ। তবে টাকা না দেওয়ায় ভোটার তালিকা থেকে বুথ সভপতির নাম কেটে দেওয়ার অভিযোগ এই প্রথম।