Rampurhat: ২ দিনে ২ উইকেট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রামপুরহাটে তৃণমূল ছাড়লেন আরও ১ নেতা

মুখ্যমন্ত্রীর মামাবাড়ি রামপুরহাটে তৃণমূলে ভাঙন অব্যহত। দায়িত্ব পাওয়ার ৭ দিনের মধ্যে সেখানে দলের যুব সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছাড়লেন সংকেত সেনগুপ্ত। এই নিয়ে রামপুরহাটে পর পর ২ দিন দল ছাড়লেন ২ নেতা। শুক্রবার দল ছেড়েছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিয়াজুল হক।

শনিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় তৃণমূল ছাড়ার ঘোষণা করেন সংকেতবাবু। এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পারিবারিক কারণে দলকে সময় দিতে পারছিলাম না। তাই ইস্তফা দিলাম। আমি আপাতত কোনও দলেই নেই।’

পর পর ২ দিন ২ তৃণমূল নেতার দল ছাড়ার ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া, ‘চোর চোর শোনার জন্য কে তৃণমূল করবে। যাদের চামড়া পাতলা তারা সবাই একে একে দলটা ছেড়ে দেবে। কারণ তারা বুঝতে পেরেছে তৃণমূল তাদের বিপথে নিয়ে যাচ্ছে। ব্যবহার করে ফেলে দিচ্ছে।’

অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর থেকে বীরভূম নিয়ে মাথাব্যথার শেষ নেই মমতার। মালদার সভা থেকে তিনি বগটুইকে মডেল গ্রাম হিসাবে গড়ে তোলা হবে বলে ঘোষণা করেছেন। ফেরার পর রামপুরহাটে ট্রেন দাঁড়ালে দলের নেতাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু তাতেও সংগঠনের ভাঙন ঠেকানো যাচ্ছে না। পঞ্চায়েত ভোটের আগে লাগাতার তৃণমূল ছাড়ার প্রবণতা চলছে।