Suicide in Nadia: কম দামে ছাগল বিক্রি করেছিলেন বাবা, অভিমানে আত্মঘাতী ছেলে

ছাগল বিক্রি নিয়ে পিতা পুত্রের মধ্যে বচসা। তার জেরে অভিমানে আত্মঘাতী হল ছেলে। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার ব্রজপুর এলাকার। বুধবার রাতে কলেজ পড়ুয়া ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে খবর। মৃত যুবকের নাম তন্ময় ঘোষ (২২)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তন্ময় তার মা, বাবা এবং ভাইয়ের সঙ্গে বাড়িতে থাকতেন। তার বাবা পোষা ছাগল বিক্রি করেছিলেন ১০ হাজার টাকায়। অথচ এর জন্য পরিবার দাম চেয়েছিল ১১ হাজার টাকা। কিন্তু, ১০০০ টাকা কমে বিক্রি করায় কিছুতেই মেনে নিতে পারেননি তন্ময়। এ নিয়ে বাবার সঙ্গে তার বচসা বাঁধে। ঘটনার পরে অভিমানে রাতেই বাড়ি ছেড়ে চলে যান তন্ময়। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। উদ্বিগ্ন হয়ে পরিবারের সদস্যরা সারারাত তার খোঁজ করেন। শেষে বৃহস্পতিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে তন্ময়ের পরিবারে। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ। তন্ময়কে উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে নাকাশিপাড়া থানার পুলিশ।

তন্ময়ের এক আত্মীয় জানিয়েছেন, পোষা ছাগল বিক্রি নিয়ে বাবার সঙ্গে ছেলের অশান্তি হয়েছিল। ছেলে চাইছিলেন ছাগলটি বেশি দামে বিক্রি করতে কিন্তু বাবা কম দামে ছাগল বিক্রি করে দিয়েছিলেন। এই নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। সেই অভিমানে আত্মঘাতী হয়েছে ছেলেটি। যুবকের মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। মৃতদেহ দেখতে বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃষাণু রায় জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তন্ময়ের বাবা-মা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup