‘‌স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন গ্রেফতার নয়?’‌ গরুপাচার কাণ্ডে বিস্ফোরক দাবি উদয়নের

দু’‌দিন আগে ইডি আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে। সেখানে গরুপাচারের সঙ্গে বিএসএফ যোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেফতারের দাবি তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এই গরুপাচারের অভিযোগে এখন তিহাড় জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অথচ তাঁকে পাচার করতে কেউ দেখেননি। এমন কোনও প্রমাণও নেই। অথচ চার্জশিটে নাম উঠে এসেছে বিএসএফ–এর। এটা অমিত শাহের মন্ত্রকের অধীনে। তাই তাঁর নাম জড়িয়ে পড়ছে গরুপাচার কাণ্ডে।

ঠিক কী বলেছেন উদয়ন?‌ এদিন দিনহাটায় তিনি মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন সকালে। তখন সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সেখানে ইডির চার্জশিট নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে উদয়ন গুহ বলেন, ‘‌গরু কোনও একটা প্যাকেট বা বস্তা নয়। যে সীমান্ত দিয়ে পাচার করে দেবে। সীমান্তে পাচার ঠেকাতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মদত ছাড়া এই কাজ করা সম্ভব নয়।’‌ সুতরাং তিনিও সরাসরি বিএসএফের দিকে আঙুল তুললেন। বিএসএফের একাংশ গরু পাচারের সঙ্গে যুক্ত বলে ইডির চার্জশিটেই উল্লেখ রয়েছে বলে মত মন্ত্রীর।

অমিত শাহকে গ্রেফতারের দাবি কেন?‌ বিএসএফ অমিত শাহের মন্ত্রকের অধীন। তাই তাঁকে গ্রেফতারের দাবি তুলে যুক্তি দিয়েছেন দিনহাটার বিধায়ক। উদয়ন গুহর যুক্তি, ‘‌শিক্ষা দফতরের দুর্নীতির জন্য যদি শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করা হয়, তাহলে গতকালই ইডি চার্জশিটে বলেছে গরু পাচারে বিএসএফ জড়িত। সেক্ষেত্রে সেই মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কেন গ্রেফতার হবে না।’‌ উদয়নের এই মন্তব্যে এখন তোলপাড় রাজনীতি। এমনকী সিবিআই–ইডি স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক বলে মনে করেন উদয়ন।

ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস?‌ সূত্রের খবর, ইডির চার্জশিটে দাবি করেছে, সীমান্ত থেকে জলপথে গরু পাচার করা হতো। বাংলাদেশে পাচার করার জন্য বীরভূম থেকে গরুগুলিকে ট্রাকে করে মুর্শিদাবাদ জেলার ওমরপুরে পাঠানো হতো। তার জন্য মোটা অঙ্কের টাকা পৌঁছত বিএসএফের একাংশের কাছে। ইতিমধ্যে একাধিক বিএসএফ কর্তা গ্রেফতার হয়েছেন। আর এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‌ইডি চার্জশিটে বিএসএফের কথা বলেছে। বিএসএফ চালায় কে? অমিত শাহ। তাহলে তাঁকে কেন এজেন্সি ধরছে না?’‌