IPL 2023 Orange Cap: RCB Star Faf Du Plessis Possesses Orange Cap, RR Star Yashasvi Jaiswal In Second Position


কলকাতা: আইপিএলের (IPL 2023) অরেঞ্জ ক্যাপের দৌড়ে যেন সাপলুডোর খেলা। ফাফ ডুপ্লেসিকে পেরিয়ে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সবাল। ফের তাঁর থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছেন আরসিবি তারকা। শনিবার দিল্লি ক্যাপিটালসের কাছে তাঁর দল আরসিবি হারলেও, অরেঞ্জ ক্যাপ রয়েছে ডুপ্লেসির জিম্মায়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছ

সবচেয়ে বেশি রানের নজির?

ষোড়শ আইপিএলে দুরন্ত ছন্দে ফাফ ডুপ্লেসি। ১০ ম্যাচে তাঁর ৫১১ রান। ব্যাটিং গড় ৫৬.৭৮! রয়েছে ৫টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন তিনি।

দুইয়ে উঠে এসেছেন যশস্বী। ১১ ম্যাচে করেছেন ৪৭৭ রান। সেঞ্চুরি একটি। হাফসেঞ্চুরি তিনটি। ১৬০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে রান করছেন। তাঁর জন্যই রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে বিপজ্জনক দেখাচ্ছে। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় আপাতত দুইয়ে যশস্বী।

তিনে উঠে এসেছেন শুভমন গিল। রবিবার যিনি বিধ্বংসী ৯৪ রানের অপরাজিত ইনিংস খেললেন লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১১ ম্যাচে ৪৬৯ রান গিলের।

চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে চার নম্বরে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ১১ ম্যাচ খেলে ৪৫৮ রান করেছেন। ৫৭.২৫ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান।

পাঁচ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ১০ ম্যাচে ৪১৯ রান করেছেন আরসিবি তারকা। সর্বোচ্চ অপরাজিত ৮২। ৬টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৩৭.৮৭।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?