IPL Highlights: Top Five News Of Indian Premier League Of 7th May In A Nutshell


কলকাতা: আইপিএলে ফের এক নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। মুম্বইকে হারাল সিএসকে, আরসিবির বিরুদ্ধে জয় পেল দিল্লি ক্যাপিটালস। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর। 

কোহলির ইতিহাস

গতকালই আরসিবির দিল্লি ক্যাপিটালসের ম্যাচে বিরাট কোহলিদের ২০ বল বাকি থাকতেই সাত উইকেটে হারিয়েছেন ডেভিড ওয়ার্নাররা। ম্যাচে বিরাট এ মরসুমে নিজের ষষ্ঠ অর্ধশতরান হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি। তিনি ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। অবশ্য দলকে জেতাতে না পারলেও, এই ম্যাচেই এক বিরাট মাইলফলক গড়ে ফেললেন ‘কিংগ কোহলি’। এই ৫৫ রানের ইনিংসের সুবাদেই কোহলি প্রথম ব্যাটার হিসাবে আইপিএলে সাত হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। বিরাট ৩৬.৬৮ গড় ও ১২৯.৪৯-র স্ট্রাইক রেটে এখনও পর্যন্ত আইপিএলের ২৩৩টি ম্যাচে মোট ৭০৪৩ রান করেছেন। 

দুই ভাইয়ের লড়াই

আজ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস (GT vs LSG) একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। এই ম্যাচটিকে আবার দুই ভাইয়ের লড়াই হিসাবে দেখা হচ্ছে। ম্যাচে গুজরাতকে নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), অপরদিকে হার্দিকের বন্ধু কেএল রাহুল চোট পেয়ে গোটা আইপিএল থেকেই ছিটকে যাওয়ায় লখনউের নেতৃত্বাভার দেওয়া হয়েছে তাঁর দাদা ক্রুণাল পাণ্ড্যকে (Krunal Pandya)। তাই আজ দুই ভাইয়ের মগজাস্ত্রের লড়াই দেখা যাবে।

প্লে-অফে এক পা বাড়ানোর সুযোগ

আজকের দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। গতকাল আরসিবির বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জেতায় লিগ তালিকায় সবার নীচে নেমে গিয়েছে সানরাইজার্স। তাই ম্যাচ জিতে তালিকায় খানিকটা উপরে উঠার হাতছানি রয়েছে এইডেন মারক্রামদের কাছে। অপরদিকে, গুজরাতে হাতে নিজেদের শেষ ম্যাচে কার্যত পর্যদুস্ত হতে হয়েছিল রাজস্থানকে। সেই হারের হতাশা পিছনে ফেলে সঞ্জু স্যামসনরা যদি আজকের ম্যাচ জিততে পারে, তাহলে লিগ তালিকায় তিন নম্বরে উঠে আসবেন তাঁরা। আইপিএলের প্লে-অফের পৌঁছনোর লক্ষ্যেও খানিকটা এগিয়ে যাবে রাজস্থান।  

সৌরভ-বিরাট করমর্দন

দিল্লি ক্যাপিটালস-আরসিবির প্রথম ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি পুরনো বিবাদ আবারও খবরের শিরোনামে চলে আসে। ম্যাচ চলাকালীন দিল্লি ডাগআউটের দিকে ঈশারা করে কোহলির সেলিব্রেশন থেকে ম্যাচের পর বিরাট ও সৌরভের করমর্দন এড়িয়ে যাওয়া, সব নিয়েই প্রবল জল্পনা হয়েছিল। দুই তারকা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করে দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল। তবে শনিবারের দিল্লি-আরসিবি ম্যাচ শেষে দেখা গেল ভিন্ন দৃশ্য। পুরনো বিবাদ পিছনে ফেলে শুধু দুই তারকা করমর্দনই করলেন না, ম্যাচ শেষে তাঁরা একে অপরের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

সোমবার, লখনউ-আরসিবি ম্যাচে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যেকার বিবাদ শিরোনাম কেড়েছিল। সেই ম্যাচে কোহলির সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন আফগানিস্তানের ফাস্ট বোলার নবীন-উল-হক। তিনি সদ্যই লখনউ মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘লোকের থেকে নিজে যে ব্যবহার আশা কর, তাদের সঙ্গে তেমনই ব্যবহার কর। লোকজন যেভাবে কথা বলবে আশা কর, তুমিও সেইভাবেই কথা বল।’ নবীনের এই পোস্টের জবাবে গৌতম গম্ভীর লেখেন, ‘তুমি যেমন রয়েছ, তেমনই থেকো। নিজেকে কখনও বদলাবে না।’

আরও পড়ুন: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো