IPL Points Table: Get To Know Updated Points Table Team Position, Statistics And Other Records


নয়াদিল্লি: এ মরসুমে ইতিমধ্যেই আইপিএলের (IPL 2023) ৫০টি ম্যাচ আয়োজিত হয়ে গিয়েছে। প্লে-অফের লড়াইও বেশ জমে উঠেছে। গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujarat Titans) এ মরসুমেও দুরন্ত ছন্দে রয়েছে। তারা প্লে-অফে পৌঁছনোর দিকে এক পা বাড়িয়েই রেখেছে। তবে অন্তত খাতায় কলমে এখনও প্লে-অফে পৌঁছনোর দৌড়ে কিন্তু দশটি দলই রয়েছে। আইপিএলের তালিকায় (IPL Points Table) কোন দল শীর্ষে রয়েছে, শহরের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কত নম্বরে রয়েছে?

শীর্ষে গুজরাতই

আপাতত লিগ তালিকায় এক নম্বরে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সই। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয়। আপাতত ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে তাঁরাই। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ঘরের মাঠে অবশেষে পল্টনদের হারাতে সক্ষম হয়েছে সিএসকে। এই জয়ের ফলেই লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল হলুদ ব্রিগেড। সিএসকের দখলে আপাতত ১৩ পয়েন্ট রয়েছে। তাঁদের নেট রান রেট +০.৪০৯।

ার দলের সমান পয়েন্টে

সিএসকে এগিয়ে আসায় এক ধাপ নীচে নেমে গেল লখনউ সুপার জায়ান্টস। ১০ ম্যাচ খেলে ৫ টি জিতেছে তারা। লখনউয়ের নেট রান রেট +০.৬৩৯। লিগ তালিকার চার নম্বরে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। ১০ ম্যাচের শেষে তাদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। রাজস্থানের নেট রান রেটেও (+০.৪৪৮) বেশ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই রাজস্থানকে পিছনে ফেলে প্রথম চারে নিজেদের জায়গা করে ফেলত। তবে তাঁরা পরাজিত হয়। তাই পাঁচ নম্বরেই রয়েছে তাঁরা। আরসিবির মতো মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসও ১০ ম্যাচে পাঁচটি জয় ও পাঁচটি হারের ফলে ১০ পয়েন্ট রয়েছে। 

তবে আরসিবির নেট রান রেট (-০.২০৯), মুম্বই (-০.৪৫৪) ও পাঞ্জাবের (-০.৪৭২) থেকে বেশি হওয়ায় বিরাট কোহলিরা পাঁচে রয়েছে। মুম্বই এবং পাঞ্জাব তাঁদের নেট রান রেটে ভর করে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ১০ ম্যাচে চারটি জয় ও ছয়টি হারের ফলে আট নম্বরে কেকেআর। কেকেআরের নেট রান রেট -০.১০৩। দিল্লি কেকেআরের পরে নয় নম্বরে থাকলেও, তাঁদের পয়েন্ট সংখ্যা কিন্তু সমান।

মরসুমের প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই পরাজিত হয়েছিল দিল্লি। কিন্তু তাঁদের শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। গতকাল আরসিবিকে চারিয়ে ওয়ার্নাররা দশ থেকে নয়ে উঠে এল। তাঁদের নেট রান রেট -০.৫২৯। সানরাইজার্স এক ম্যাচ কম খেলে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় আপাতত একেবারে শেষে। 

আরও পড়ুন: জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?