Adivasi joined BJP: অভিষেকের সাক্ষাতের পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ১০০ জন আদিবাসী

দণ্ডিকাণ্ডের পরে অস্বস্তিতে পড়েছে শাসক দল। আদিবাসীদের ভোট ব্যাঙ্ক ধরে রাখতে এই ঘটনার পরে তিন আদিবাসী মহিলার সঙ্গে সাক্ষাত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে চাও খেয়েছেন। কিন্তু, তারপরেও তৃণমূল ছাড়ল আদিবাসীরা। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কড়ই কলোনি এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩৩ টি আদিবাসী পরিবারের ১০০ জন। তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন আদিবাসীরা। যদিও তৃণমূলের দাবি, যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা বামফ্রন্টের সঙ্গে যুক্ত।

মূলত এই গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তাঁদের অভিযোগ, গ্রামের মানুষ সরকারি সুবিধা সেরকমভাবে পান না। রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এ বিষয়ে তাঁরা স্থানীয় নেতা-মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। তাই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এতে বিজেপির আদিবাসী ভোট ব্যাঙ্ক আরও কিছুটা মজবুত হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এক আদিবাসী জানান, গত দশ বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের জন্য সেরকম কিছু করেনি তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র আশ্বাস দিয়ে গিয়েছে। গ্রামের অধিকাংশ মানুষ এখনও ঘর পায়নি। এছাড়া গ্রামে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেই কারণে তানফা বিজেপিতে যোগ দিয়েছেন।

এই যোগদান প্রসঙ্গে বিজেপি বিধায়ক বুধরাই টুডু বলেন, ‘তৃণমূল কংগ্রেস আদিবাসীদের জন্য কিছুই করেনি। শুধু আশ্বাস দিয়ে গিয়েছে। এখন মানুষ সব বুঝতে পারছে। আর তৃণমূলের উপর তারা ভরসা রাখতে পারছে না। তাই আদিবাসীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন।’ এই এলাকার ৩৩ টি পরিবারের ১০০ জন আদিবাসী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এর ফলে পঞ্চায়েত ভোটের আগে বিজেপির শক্তি বৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি সুভাষ চাকি। তিনি বলেন, ‘যারা বিজেপিতে যোগদান করেছেন তারা কেউ তৃণমূলের সঙ্গে যুক্ত নয়।’ তিনি দাবি করেছেন, ‘ওই গ্রামের বাসিন্দা ৭০ থেকে ৭৫ জন। তাহলে কি করে ১০০ জন সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন?’ তাঁর বক্তব্য, ‘যারা বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে কয়েকটি পরিবার বিজেপিতে যোগদান করেছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যে যোগদানের কথা জানানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup