লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি, সেরা দল বিশ্বজয়ী আর্জেন্টিনা/ Lionel Messi leads list in the prestigious Laureus Sportsman of the Year Awards

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয়বারের মতো ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ (Laureus Sportsman of the Year Awards) জিতলেন আর্জেন্টিনার (Argentina) কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। ফ্রান্সের প্যারিসে সম্মানজনক এই পুরস্কারের পুরুষ বিভাগের সেরা হন ‘এল এম টেন’ (LM 10)। সেই সঙ্গে মেসির আর্জেন্টিনাও জিতেছে বর্ষসেরা দলের খেতাব।

লরিয়াসের বর্ষসেরা হওয়ার দৌঁড়ে মেসি ছাড়াও ছিলেন আরো পাঁচ জন। তাঁরা হলেন : গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বাস্কেটবল তারকা স্টিফেন কারি, সুইডিশ পোল ভল্টার আর্মান্দ দুপ্লান্তিস, ফ্রান্স ফুটবল দলের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও রেড বুলের ডাচ ফর্মুলা ওয়ান চালক ম্যাক্স ভেস্তারপেন। তবে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির হাতেই উঠে সেরার পুরস্কার। 

আরও পড়ুন: Kylian Mbappe: এমবাপের গোলে জিতে শীর্ষেই রয়ে গেল মেসিহীন পিএসজি

আরও পড়ুন: Lionel Messi: প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কেউ নয়, ক্ষমা চেয়েই মেসি পেলেন অনুমতি, ট্রেনিংয়ে ফিরলেন মহারথী!

শুধু মেসিই নয়, মেসির আর্জেন্টিনাও পেয়েছে বর্ষসেরা দলের খেতাব। ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ এর তালিকায় মনোনয়ন পেয়েছিল ছয়টি দল- আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, ইংল্যান্ড মহিলা ফুটবল দল, ফ্রান্স জাতীয় রাগবি দল, গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স (এনবিএ দল), রেড বুল রেসিং (ফর্মুলা ওয়ান) ও রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব। বাকি সব দলকে পিছনে ফেলে সেরার পুরস্কার জিতেছে লিওনেল স্কালোনির দল। 

ফুটবলারদের মধ্যে একমাত্র মেসিরই রয়েছে লরিয়াস অ্যাওয়ার্ডল জয়ের কীর্তি। তিনি ২০২০ সালে মেসি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরও একটি রেকর্ডও গড়ে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদ তিনিই।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)