IPL 2023 Mohammed Shami Leading The Purple Cap List Know Full Details


কলকাতা : আইপিএলের (IPL 2023) পয়েন্ট তালিকায় দাপট দেখাচ্ছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আর এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ছড়ি ঘোরাচ্ছেন গতবারের আইপিএল চ্যাম্পিয়দের বোলাররা। পার্পল ক্যাপ দখলের তালিকায় প্রথম দুটো স্থানই আপাতত গুজরাতের বোলারদের দখলে। এদিকে, তিন উইকেটের সুবাদে তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন কেকেআরের বরুণ চক্রবর্তী। 

আইপিএলের গ্রুপপর্বের ৫৩ ম্যাচের শেষে পার্পল ক্যাপ এই মুহূর্তে মহম্মদ শামির (Mohammed Shami) দখলে। ১১ ম্যাচের শেষে শামির ঝুলিতে এখনও পর্যন্ত ১৯ উইকেট। শামির গুজরাত টাইটান্স সতীর্থ রশিদ খান ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসার তুষার দেশপাণ্ডের ঝুলিতেও রয়েছে ১৯ টি করে উইকেট। তাঁরাও খেলেছেন ১১ টি ম্য়াচে। ইকোনমির বিচারে এগিয়ে থেকে এই মুহূর্তে তালিকার শীর্ষে শামি। তাঁর ইকোনমি ৭.২৩। এদিকে, এবারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র হ্যাটট্রিক করা আফগান স্পিনার রশিদ খানের (Rashid Khan) ইকোনমি ৮.০৯। পার্পল ক্যাপের লড়াইয়ে তিনি রয়েছেন দুই নম্বরে। আর ১০.৩৩ ইকোনমি নিয়ে তালিকায় তিন নম্বরে তুষার দেশপাণ্ডে (Tushar Despande)। 

এদিকে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ৩ টি উইকেট নিয়ে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী। সমসংখ্যক ম্যাচে একই উইকেট নিয়ে ছয় নম্বরে যুযবেন্দ্র চাহাল (Yuvvendra Chahal)। ইকোনমির বিচারে অবশ্য এগিয়ে কেকেআরের স্পিনার। এই মুহূর্তে পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে এই মুহূর্তে চার নম্বরে রয়েছেন পীযূষ চাওলা (Piyush Chawla)। গত মরসুমে আইপিএলে খেলার সুযোগই পান তিনি। তবে চলতি  মরসুমে মুম্বইয়ের হয়ে সুযোগ পেয়েই চাওলা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। ১০টি ম্যাচ খেলে তারকা লেগ স্পিনারের দখলে আপাতত ১৭ টি উইকেট রয়েছে। তিনি ১৬.৪৭ গড় ও ৭.১৭ ইকোনমিতে নিজের উইকেটগুলি নিয়েছেন।

আরও পড়ুন- পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড় আরও জমিয়ে দিল কেকেআর, কারা এগিয়ে?

১৬ উইকেট নেওয়া পাঞ্জাব কিংসের তারকা ফাস্ট বোলার অর্শদীপ সিংহ পার্পল ক্যাপের দৌড়ে আপাতত সপ্তম স্থানে রয়েছেন। রবীন্দ্র জাদেজা , মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে। এদিকে, তালিকার প্রথম কুড়িতে রয়েছেন গুজরাতের আরও দুই বোলার। ১১ নম্বরে মোহিত শর্মা ( ১২ উইকেট) ও ১৪ নম্বরে নুর আহমেদ (১১ উইকেট)।

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?