Lunar stunning images: চাঁদের কক্ষপথ থেকে এল চোখ ধাঁধানো ছবি! কোন মহাকাশযান পাঠাল

চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মাসখানেক হল। এর মধ্যেই চাঁদের পিঠের চোখ ধাঁধানো ছবি পাঠতে শুরু করল দক্ষিণ কোরিয়ার বিশেষ মহাকাশযান দানুরি। দক্ষিণ কোরিয়ার তরফ থেকে এই মহাকাশযানটিকে চন্দ্র অভিযানের জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে  ঢুকে ঘুরতে শুরু করেছে সেটি। আর একইসঙ্গে পাঠাতে শুরু করেছে, দারুণ সব ছবি। কোরিয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র (কোরিয়া অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট) থেকে এই বিশেষ যানটি পাঠানো হয়। ওই চন্দ্রযানের তরফে পাঠানো ছবিগুলিতে শুধুমাত্র চাঁদের গর্ত নয়, ধরা পড়ছে তার মাটির গড়নও। চাঁদের বিশেষ ধরনের মাটি ও তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যই ধরা দিয়েছে চন্দ্রযানের উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরায়। তবে চাঁদের মাটি ও ধুলো ছাড়াও কয়েকটি বিশেষ জায়গার ছবি ধরা পড়েছে কোরিয়ান মহাকাশযানের ক্যামেরায়। 

আরও পড়ুন: ধূমপান থেকে কী ক্ষতি হয় মেরুদণ্ডের? নয়া খোঁজ মিলল গবেষণায়

আরও পড়ুন: রোজ রোজ মুখরোচক খাবার খাওয়া নেশা হয়ে দাঁড়াচ্ছে? ৪ অভ্যাস করলেই মিলবে রেহাই

ছবিগুলি এপ্রিলে মহাকাশযানের তরফে পাঠানো হয়। তাতেই দেখা যায় চাঁদে চারটি গর্ত – সিওলকোভস্কি ক্রেটার, শ্রডিঞ্জার ভ্যালি, উইচম্যান ক্রেটার এবং সিলার্ড এম ক্রেটার। সিওলকোভস্কি গর্তটি চাঁদের উপর, ১২৮.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে রয়েছে। এর আগে অ্যাপোলো-১৩ মিশনের মহাকাশচারীরা এই গর্তটির ছবি তুলেছিলেন হয়েছিল। প্রসঙ্গত ওই যানের সার্ভিস মডিউল (SM) অক্সিজেন ট্যাঙ্কের দুই নম্বরটি বিস্ফোরণের ফলে অকেজো হয়ে যায়‌। ওই কারণে নির্ধারিত চন্দ্র অবতরণ বাতিল করতে হয়েছিল সেই সময়।

মহাকাশযানটি জানুয়ারি মাসে অর্ধচন্দ্রাকার চাঁদের পিছনে পৃথিবীর ধীরে ধীরে দেখা দেওয়ার অবিশ্বাস্য ছবি পাঠিয়েছিল। ছবিগুলি মহাকাশযানে মাউন্ট করা হাই-রেজোলিউশন ক্যামেরা (লুটি) ব্যবহার করে তোলা হয়। চাঁদের আকাশ থেকে এ এক মাইলস্টোন শট ছিল বলেই মনে করেন বিজ্ঞানীরা। প্রায় ১৮০ মিলিয়ন ডলার দিয়ে তৈরি, মহাকাশযানটি নাসার জন্য একটি ক্যামেরা সমেত ছয়টি বৈজ্ঞানিক যন্ত্র বয়ে চলেছে। চাঁদের দুই  মেরুতে রয়েছে  স্থায়ীভাবে ছায়ায় থাকা, বরফ ভরা গর্ত। তাঁর ভিতরকার রহস্য ভেদ করতেই  বিশেষভাবে এই যন্ত্রগুলির নকশা করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup