Rabindra Temple: বাংলায় রবি ঠাকুরের মন্দির, দেবতাজ্ঞানে নিত্য পুজো, হয় প্রসাদ বিলি, কোথায় জানেন?

রবীন্দ্রনাথ বিশ্বকবি। রবীন্দ্রনাথ মহামানব। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন মহামানব শব্দটিও কম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি দেবতা? এই প্রশ্নের জবাব পেতে আপনাকে যেতে হবে শিলিগুড়ির উপকণ্ঠে ঠাকুরনগরে। সেখানে একেবারে দেবতারূপে পূজিত হন রবীন্দ্রনাথ। তাঁর মূর্তি রয়েছে এখানে। রবি ঠাকুরের নামে মন্দিরও রয়েছে এখানে।

রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই রবি ঠাকুরের মূর্তি দেখে একেবারে দেবতা জ্ঞানে দুহাত ঠেকান কপালে। পরীক্ষা দিতে যাওয়ার আগে পাড়ার ছাত্র ছাত্রীরা ওই রবি মন্দিরে কপালে ঠোকে। তবে বর্তমানে সেই ছবিতে কিছুটা ভাটা পড়ছে। রবি ঠাকুর এখানে বাস্তবিকই ঠাকুর। স্থানীয়দের বিশ্বাস ঠাকুর তুষ্ট হল জ্ঞান বিদ্যা বুদ্ধি হয়। এ এক অন্য বিশ্বাস। যে বিশ্বাস কবিগুরুকে একেবারে বাস্তবের মাটিতে দেবতা বানিয়ে দিয়েছে।

মঙ্গলবার ছিল রবীন্দ্রজয়ন্তী। গোটা বিশ্বজুড়ে রবি ঠাকুরের স্মরণে নানা অনুষ্ঠান। বাংলার বিভিন্ন প্রান্তেও রবীন্দ্র জয়ন্তী পালিত হয়। শিলিগুড়ির ঠাকুরনগরেও পালিত হয়েছে রবীন্দ্রজয়ন্তী। তবে সেটা অন্যরকমভাবে। সেখানে একেবারে দেবতা জ্ঞানে পুজো রবি ঠাকুরের। সাদা রঙের মূর্তি। গলায় মালা। একেবারে ধূপ ধূনো সহযোগে যেভাবে অন্যান্য দেবতার পুজো করা হয় সেভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো হয় এখানে। প্রসাদও বিলি হয়েছে। এমনকী রবি ঠাকুরের বিশেষ পুজো উপলক্ষ্যে মেলাও বসে। তবে বর্তমানে সেই মেলার বহর কিছুটা কমেছে। তবে রবি ঠাকুরের প্রতি এমন সরল বিশ্বাসে বাড়ির মহিলারা এসে গলায় আঁচল জড়িয়ে দুহাত তুলে , কেউ বা আবার মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এখানে না এলে দেখা যাবে না।

রবি ঠাকুরের কবিতা, তাঁর গানকে একেবারে ঠাকুরের গান হিসাবেই মান্যতা দেন অনেকেই। অপার ভক্তি, শ্রদ্ধা কবির প্রতি। তবে বর্তমানে এই মন্দিরের প্রতি নতুন প্রজন্মের টান হয়তো কিছুটা কমছে। তবে এখনও নিত্য পুজো হয় কবির। তবে শিষ্যের সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে।

বছর ২০ আগে ঠাকুরনগরে এই মন্দির তৈরি হয়েছিল। স্থানীয় এক বাসিন্দা শরৎচন্দ্র দাস এই মন্দির তৈরি করেছিলেন। কথিত আছে একেবারে স্বপ্নাদেশে এই মন্দির তৈরি করেছিলেন শরৎচন্দ্র। প্রথমদিকে কেবলমাত্র ছবি ছিল। পরে মূর্তি তৈরি হয়। স্বামী সুধাকৃষ্ণ দাস গোস্বামী মহারাজ পরবর্তীকালে এই মন্দিরের দায়িত্ব নেন। তিনি নিয়মিত রবি ঠাকুরের পুজো করেন।