The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ চলবে না! ছিটকিনি বন্দুক নিয়ে কলার ধরে পুলিশের শাসানির অভিযোগ

‘দ্য কেরালা স্টোরি’ ছবির প্রদর্শন বন্ধ করতে সিনেমা হলে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় লিলুয়ার রঙ্গোলি বিপণিবিতানে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, নির্দেশ মানতে অস্বীকার করায় দর্শকদের কলার ধরে টানাটানি করছেন পুলিশকর্মীরা। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস।

সোমবার বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গে দ্য কেরল স্টোরি ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রঙ্গোলি বিপণিবিতানে অবস্থিত একটি প্রেক্ষাগৃহে তখন প্রদর্শিত হচ্ছিল ছবিটি। পুলিশকর্মীরা গিয়ে সরকারি নির্দেশিকা দেখিয়ে ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। ওদিকে তখন পরের শো দেখার জন্য টিকিট হাতে বাইরে দাঁড়িয়ে আছেন বহু মানুষ।

পুলিশ আধিকারিকরা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশিকা দেখিয়ে ছবির প্রদর্শন বন্ধের নির্দেশ দেন। কিন্তু সরকারি নির্দেশিকায় কোনও আধিকারিকের সই না থাকায় তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এর পরই দর্শকরাও ছবির প্রদর্শন বন্ধের বিরুদ্ধে সরব হন। তখন সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। এর পর সেখানে কয়েকজন দর্শককে কলার ধরে টানতে শুরু করেন পুলিশকর্মীরা। যার জেরে উত্তেজনা আরও বাড়ে।

রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি নিষিদ্ধ করার বিরোধিতায় সরব হয়েছেন প্রায় সবাই। বাম – বিজেপি – চলচ্চিত্র নির্মাতা প্রায় প্রত্যেকে এই বিরোধিতা করেছেন। তাদের দাবি, ছবি নিষিদ্ধ করলে তার জনপ্রিয়তা আরও বাড়ে। বরং ছবির পালটা ছবি তৈরি করাই সঠিক পথ। ছবিটি নিষিদ্ধ করে স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরে হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, এই বাধাদন ও নিগ্রহের অভিযোগ সত্য নয়।