ঠিক যেন পরমাণু বোমা বিস্ফোরণ, মালদার গ্রামে অগ্নিকাণ্ডের ভয়াবহ ছবি

মালদার হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর গ্রামে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন। প্রবল বিস্ফোরণের জেরে দেখা গেল মাসরুম ক্লাউড। বুধবার দুপুরে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ইসলামপুরের বস্তা নোয়াপাড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দমকলের ২টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রক্ষা পায়নি কিছুই।

ফাঁকা মাঠের মধ্যে ছোট্ট গ্রাম নোয়াপাড়া। কয়ের ঘর কৃষিজীবী পরিবারে বাস সেখানে। তারই মধ্যে বাস পেশায় কৃষক সাদেক মিয়ার। বুধবার দুপুরে তাঁর বাড়িতেই লাগে আগুন। বাড়িতে মজুত ছিল প্রচুর পাট। ফলে আগুন ছড়াতে সময় লাগেনি। আগুন নেভাতে গ্রামবাসীদের ভরসা ছিল পাম্প সেট। তাই দিয়েই আগুনের সঙ্গে অসম যুদ্ধ শুরু করেন তাঁরা। ওদিকে তখন ঘরের ভিতরে মজুত গ্যাস সিলিন্ডার ফেটে আকাশে বিশাল মাসরুম ক্লাউড তৈরি হয়। খবর যায় দমকলে। ১ ঘণ্টা পর গ্রামের মেঠো পথ পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ততক্ষণে সব শেষ। ছাইয়ের ওপর জল ঢেলে ফিরে যান দমকল কর্মীরা।

আগ্নিকাণ্ডে সপরিবারে কার্যত সর্বহারা সাদেক মিয়া। বাঁচোয়া যে কারও প্রাণ যায়নি। দমকল দেরিতে পৌঁছনোয় গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।