দিল্লির বিপক্ষে সহজ জয়ে প্লে-অফের আরও কাছে চেন্নাই

আইপিএলে ঘরের মাঠে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। স্লো পিচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১৬৮ রানের লক্ষ্য দেয় তারা। যা ডিফেন্ড করতে দলটির বোলিং বৈচিত্র্যেই ছিল যথেষ্ট। দিল্লি ৮ উইকেটে ১৪০ রান করতে পেরেছে। তাতে ২৭ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করতে নিজেদের ফেভারিট অবস্থানে নিয়ে গেছে চারবারের চ্যাম্পিয়নরা। দিল্লি অবশ্য ছিটকে যাওয়ার পথে।

১২ ম্যাচে ১৫ পয়েন্ট পাওয়ায় চেন্নাইয়ের সেরা চার প্রায় নিশ্চিত। তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর তলানির দল দিল্লি বাকি ম্যাচগুলো জিতলে সর্বোচ্চ ১৪ পয়েন্ট পেতে পারে। যা এই মৌসুমের সেরা চার অবস্থান প্রাপ্তির জন্য যথেষ্ট নয়।     

স্কোর: চেন্নাই ১৬৭/৮

দিল্লি: ১৪০/৮

ফল: চেন্নাই ২৭ রানে জয়ী।

শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া চেন্নাইয়ের শুরুটা খারাপ ছিল না। এক উইকেটের বিনিময়ে পাওয়ার প্লেতে আসে ৪৯ রান। ডেভন কনওয়ে ১০ রানে ফিরলেও শুরুতে রান তুলতে অবদান ছিল আরেক ওপেনার রিতুরাজ গায়কোয়াড় ও আজিঙ্কা রাহানের। রিতু ১৮ বলে ২৪ রানে ফিরলে পরে দ্বিতীয় উইকেট। তার পর নিয়মিত বিরতিতে উইকেট পতন ব্যাঘাত ঘটায় ইনিংসে। কেউই ইনিংসগুলো লম্বা করতে পারেননি। ৬ ব্যাটার বিশের ঘরে রান করেছেন। ১২৬ রানে ষষ্ঠ উইকেট পড়লে শেষ দিকে রানের গতি বাড়াতে অবদান রাখেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফেরার আগে ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করেছেন। সঙ্গে রবীন্দ্র জাদেজাও ১৬ বলে ২১ রান করায় ৮ উইকেটে ১৬৭ রানের চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর পায় চেন্নাই। ইনিংসে সর্বোচ্চ স্কোরই ছিল দুবের ১২ বলে করা ২৫ রান!

১৮ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন মিচেল মার্শ। ২৭ রানে দুটি নেন অক্ষর প্যাটেল। একটি করে নিয়েছেন খলিল আহমেদ, ললিত যাদব ও কুলদীপ যাদব।

জবাবে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়েই ম্যাচ থেকে ছিটকে যায় দিল্লি। দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার (০)। তার পর ফিল সল্ট (১৭) ও মিচেল মার্শও (৫)। প্রথম দুটি উইকেট নিয়েছেন পেসার দীপক। তার পর মনিশ পান্ডে ও রাইলি রুশোর লড়াইয়ে ধাক্কা সামাল দেওয়া গেলেও সেটি যথেষ্ট ছিল না। মনিশ ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন রুশো। অক্ষর প্যাটেল ঝড়ো গতিতে ১২ বলে ২১ রান ও ললিত যাদব ৫ বলে ১২ রান করলেও তা হারের ব্যবধান কমায় মাত্র। 

চেন্নাইয়ের হয়ে ৩৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা। ২৮ রানে দুটি নিয়েছেন দীপক চাহার। একটি উইকেট রবীন্দ্র জাদেজার।