৯৯৯-এ ফোন দিয়ে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন ব্যবসায়ী

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা ফেরত পেলেন নীলফামারীর এক ব্যবসায়ী। মঙ্গলবার (৯ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সার ব্যবসায়ী অনিক সরকারের হাতে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। 

ব্যবসায়ী অনিক সরকার পৌর শহরের সবুজপাড়া এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে। বুধবার (১০ মে) সকালে সদর থানার ওসি মুক্তারুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

অনিক সরকার বলেন, ‘টাকা হারানোর পর ৯৯৯-এ কল করি। পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপে টাকাগুলো উদ্ধার হয়। এ জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। টাকা ছাড়াও ওই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’

ওসি মুক্তারুল আলম বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যবসায়ী ৯৯৯-এ ফোন করে জানান, সৈয়দপুর থেকে নীলফামারী শহরে আসার সময় কালীতলা বাসস্ট্যান্ড ক্যানেলের কাছে তার মোটরসাইকেলে থাকা ব্যাগটি হারিয়ে যায়। সেখানে দুই লাখ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তাৎক্ষণিক ওই এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। পরে রাত সাড়ে ১০টার দিকে ক্যানেলের পাড়ের মমিনুল হকের বাড়ি থেকে টাকার ব্যাগটি উদ্ধার করা হয়।’