Panchayat Vote: ‘বীরভূমের বাঘ’ তিহাড়ে, পঞ্চায়েতকে বিরোধীশূন্য করার নির্দেশ অভিষেকের

বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি। পঞ্চায়েত ভোটের আগে তিনি জেল থেকে মুক্ত হতে পারবেন কি না সন্দেহ। তবে এবার বীরভূমের সব পঞ্চায়েত আসনে জেতার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নবজোয়ার কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি জানিয়ে দিলেন, সমস্ত পঞ্চায়েতে জিততে হবে। তবে বিরোধীরা এনিয়ে তীব্র কটাক্ষ করা শুরু করেছেন। তাদের দাবি, এবার আসল কথাটা বেরিয়ে পড়েছে। সন্ত্রাস চালিয়ে তৃণমূল সব আসন দখল করতে চাইছে।

বীরভূমে বিরোধীরা বিগতদিনে কার্যত মাথা তুলতে পারতেন না। প্রতিবার ভোটের আগে হুঙ্কার দিতেন অনুব্রত মণ্ডল। চড়াম চড়াম, গুড় বাতাসা খাওয়ানোর টিপস দিতেন কেষ্ট মণ্ডল। তবে বিরোধীদের দাবি আসলে নরমে গরমে বিরোধীদের স্তব্ধ করে রাখাটাই ছিল মূল লক্ষ্য। একটা আসনেও যাতে বিরোধীরা দখল করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য় নয়া টোটকা প্রয়োগ করতেন কেষ্ট মণ্ডল। 

তবে বর্তমানে অনুব্রত মণ্ডল তিহাড়় জেলে। সেখানে বন্দি তিনি। সরাসরি রাজনীতি থেকে অনেক দূরে। সেক্ষেত্রে অনুব্রতহীন বীরভূমে সমস্ত আসনে জয় নিশ্চিত করা এবার তৃণমূলের কাছে কার্যত অগ্নিপরীক্ষা। অন্যদিকে এতদিন অনুব্রত মণ্ডলের জন্য় আসন জেতা যাচ্ছে না বলে অজুহাত খাড়া করতেন বিরোধীরা। সেক্ষেত্রে এবার বিরোধীরা কতগুলি আসন বীরভূমে দখল করতে পারে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

অভিষেক এদিন বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বলেন, ১০টি গোল আমরা দিয়েছি। একটিতে হেরেছি। কিন্তু আগামী নির্বাচনে ১১-০ হবে। আর পঞ্চায়েতকে সামনে রেখে মানুষের আশীর্বাদ আর ভালোবাসাকে পাথেয় করে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের জিততেই হবে।

একেবারে ১০০তে ১০০ পেতে চাইছে তৃণমূল। মানে গোটা বীরভূমের কোনও পঞ্চায়েতে বিরোধীদের জন্য একটা আসন থাকবে না। রাজনৈতিক মহলের মতে এই কথাটাই আগে হুঙ্কার দিয়ে বলতেন অনুব্রত মণ্ডল। সেই কথাটাই কার্যত পরিশীলিতভাবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে গণতন্ত্রে বিরোধী শূন্য পঞ্চায়েত ব্যবস্থা কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্নটা থেকেই গিয়েছে।