অভিষেকের নব জোয়ার কর্মসূচিতে চিন্তিত বিজেপি, প্রত্যেক মাসে বাংলায় আসবেন শাহ

আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ আসনের মধ্যে ৩৫টি আসন দখলের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। যেটা কার্যত অসম্ভব একটা টার্গেট। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছেন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা। ইতিমধ্যেই বিজেপির ১৮টি আসন থেকে কমে ১৬ হয়েছে। তাই কাজটা মোটেও সহজ নয় বুঝতে পারছেন গেরুয়া শিবিরের নেতারা। যদিও টার্গেট পূরণের ভার সম্পূর্ণ রাজ্য বিজেপি নেতৃত্বের উপর ছেড়ে দিতে চান না অমিত শাহ। তাই আগামী মাস থেকে প্রত্যেক মাসে বাংলায় সভা করতে আসবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলে সূত্রের খবর। জুন মাসে আসার কথা ছিল।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে হোমওয়ার্ক শুভেন্দু–সুকান্তদের দিয়ে গিয়েছেন তা প্রত্যেক মাসে এসে পরীক্ষা করে দেখবেন। সেটা যথাযথভাবে হয়েছে কিনা। এদিকে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখে ভীত হয়ে পড়েছে বিজেপি। কারণ তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচির পাল্টা হিসেবেই এবার রাজ্য বিজেপি নেতাদের জেলায় জেলায় জনসংযোগ বৃদ্ধি করার জন্য নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অমিত শাহ নিজে রবীন্দ্রজয়ন্তীতে এসে এই নির্দেশ দিয়ে গিয়েছেন শুভেন্দু–সুকান্তদের। এটাই হোমওয়ার্ক। আর সেই হোমওয়ার্ক করে একমাসের মধ্যেই রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে অমিত শাহের জুন মাসে উত্তরবঙ্গের জেলায় সভা করার কথা রয়েছে। দিল্লিতে বিজেপির জাতীয় পদাধিকারীদের গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন যে, ভোটপ্রাপ্তির কথা মাথায় না রেখে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে হবে। প্রধানমন্ত্রীর এই একমাস আগের নির্দেশের পর তেমন বড় উদ্যোগ নিতে দেখা যায়নি বঙ্গ–বিজেপিকে। এবার অমিত শাহ এসেও আবার সেই কথা মনে করিয়ে দিয়ে গিয়েছেন। আর ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে প্রত্যেক মাসে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বাংলা সফরে আসবেন বলে সূত্রের খবর।

আর কী জানা যাচ্ছে?‌ অন্যদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ২৪টি লোকসভা আসনকে টার্গেট করেছে। আবার এখন যাঁরা সাংসদ আছেন তাঁদের মধ্যে অনেকেই টিকিট পাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আবার বেশ কয়েকজনের আসন বদল করা হবে। তাই ঠিক হয়েছে, অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডা ভোট ঘোষণার আগে থেকেই পালা করে ২৪ আসনে সভা করবেন। প্রত্যেক মাসে আসবেন অমিত শাহ। যদিও রাজ্য বিজেপির অন্যতম সহ–সভাপতি তথা সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘ভারতীয় জনতা পার্টি বরাবরই আমজনতার সঙ্গে থাকে। অন্য রাজনৈতিক দলের জনসংযোগ কর্মসূচিতে আমাদের ভয় পাওয়ার কথা নয়। নিবিড় জনসংযোগ দলের অ্যাজেন্ডা। সেইমতো কাজও চলছে।’