বড় ধাক্কা! আর্থিক অনিয়মের দায়ে বার্সেলোনার ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা/ Barcelona FC dealt another financial blow! find out why

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফুটবলারদের বকেয়া টাকা মেটানো নিয়ে ব্যাপক দুর্নীতি (Financial Controversy) করেছে বার্সেলোনা এফসি (Barcelona FC)। আর তাই জরিমানার কবলে স্পেনের (Sapin) বিখ্যাত ক্লাব। স্পেনের কর কর্তৃপক্ষ বার্সেলোনাকে মোট ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এমনই চাঞ্চল্যকর দাবি করেছে। 

বার্সেলোনার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছিল ২০১৯ সালে। আর তাই এই তদন্তে ক্লাবের ২০১৫ ও এর পরবর্তী সময়ের লেনদেন খুঁজে দেখা হচ্ছে।  

মার্কার আরও দাবি, ফুটবলারদের বকেয়া টাকা মেটানোর ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম খুঁজে পেয়েছেন তদন্তকারী কর্তারা। এর মধ্যে ফুটবলারদের অডি ব্র্যান্ডের গাড়ি সরবরাহ ও চার্টার ফ্লাইটের টাকাও রয়েছে। 

আরও পড়ুন: AFC Asian Cup 2023: ‘গ্রুপ অফ ডেথ’-এ সুনীলের ভারত! প্রতিপক্ষ সিরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান

আরও পড়ুন: Jose Mourinho: পিএসজি-র কোচ হচ্ছেন? কড়া জবাব দিলেন ‘দ্য স্পেশ্যাল ওয়ান’

গত মার্চে সরকারি আইনজীবীরা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৭৩ লাখ ইউরো দেওয়ার অভিযোগ আনেন।

এই রেফারি স্প্যানিশ রেফারিং কমিটির প্রাক্তন সহ-সভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরা। তাঁর প্রতিষ্ঠানকে গত ১৯ বছরে ৮৪ কোটির বেশি টাকা দেয় বার্সা। সরকারি আইনজীবীরা এই ইস্যু নিয়ে যাবতীয় কাগজপত্র জোগাড় করে ফেলেছেন। আর সেই ভিত্তিতেই বার্সার মতো প্রথমসারির ক্লাবের বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। 

নেগ্রেইরা মামলায় চূড়ান্ত রায় এখনও আসেনি। এর মধ্যে আর্থিক অনিয়মের ঘটনার জোরাল প্রমাণ থাকার জন্য বার্সেলোনাকে বড় অংকের আর্থিক জরিমানা করেছে কর্তৃপক্ষ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)