ম্যাচ ফিক্সিংয়ে কলঙ্কিত পেলে-নেইমারের ব্রাজিল! ফুটবলারসহ অভিযুক্ত ১৬ জন/ Big News! Brazil prosecutors charge 16 in alleged in match fixing in club football

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার ম্যাচ গড়াপেটার জন্য কলঙ্কিত ফুটবল দুনিয়া। এবার ম্যাচ গড়াপেটায় পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের (Brazil) নাম জড়ালো। পেলে (Pele)-রোমারিও (Romario)-রোনাল্ডোর (Ronaldo Nazario) দেশের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবীরা। অভিযুক্তদের মধ্যে সাতজন পেশাদার ফুটবলার। এবং বাকিরা সাপোর্ট স্টাফ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলে ২০১৮ সালে খেলাধুলায় জুয়া বৈধ করার পর এটিই সবচেয়ে বড় কেলেঙ্কারি হতে পারে।

ব্রাজিলের গইয়াস প্রদেশের আইনজীবীরা জানিয়েছেন, মোট ১৩টি ফুটবল ম্যাচ গড়াপেটা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে আটটি ম্যাচ গত বছর ব্রাজিলিয়ান লিগের। এই লজ্জাজনক কাজে ব্রাজিলের বিখ্যাত তিন ক্লাব স্যান্টোস, জুভেন্তুদে ও কুইয়াবার মতো ক্লাবের ফুটবলারদের নাম জড়িয়ে আছে। সেই কলঙ্কিত ব্যাপার সামনে আসতেই পাঁচজন ফুটবলারকে নির্বাসিত করেছে তাঁদের ক্লাব। রয়টার্সের আরও দাবি, অভিযুক্ত ফুটবলাররা মুখ বন্ধ রেখেছেন। এমনকি অভিযুক্ত কোনও ফুটবলার এই বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকেও নিজেদের সরিয়ে রেখেছেন। 

যে পাঁচ ফুটবলার নিষিদ্ধ হয়েছেন, তাঁরা হলেন—পেদ্রিনিও (অ্যাটলেটিকো), ব্রায়ান গার্সিয়া (অ্যাটলেটিকো), রিচার্ড (ক্রুজেইরো), ভিতর মেন্দেজ (ফ্লুমিন্সে) ও নিনো পারাইবা (আমেরিকা)। গত বছর ব্রাজিলিয়ান লিগে খেলেছেন এই পাঁচ ফুটবলার। তাঁদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে ব্রাজিলের সংবাদমাধ্যম। ফুটবলাররা ‘সর্বোচ্চ শাস্তি’ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেই অভিযুক্ত ফুটবলারদের বিরুদ্ধে আরও তদন্ত হবে কিনা, সেই বিষয়ে আইনজীবীরা মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিবৃতিতে তাঁরা বলেছিলেন, মোট ১৬ জনকে আদালতের সামনে দাঁড়াতে হবে। এরমধ্যে রয়েছেন সাতজন ফুটবলার। 

আরও পড়ুন: Lionel Messi: সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির খবর উড়িয়ে দিলেন মেসির বাবা

আরও পড়ুন: Lionel Messi: লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি, সেরা দল বিশ্বজয়ী আর্জেন্টিনা

দেশের ফুটবল কলঙ্কিত হওয়ার জন্য এই ইস্যুতে ঢুকে গিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (Brazilian Clubs and Federations)। দেশের সভাপতি ও পুলিসকে এই মামলা খতিয়ে দেখার অনুরোধ করেছে নেইমারের দেশের ফুটবল কর্তারা। তবে এমন ঘটনার পরেও দেশের ঘরোয়া ফুটবল মরসুম বন্ধ হবে না বলে জানিয়েছে সেই দেশের ফুটবল সংস্থা। সভাপতি এডলান্ডো রড্রিগেজ বিবৃতিতে বলেছেন, ‘ফুটবলে সব ধরনের অপরাধ, জালিয়াতি ও অবৈধ কাজের বিরুদ্ধে লড়াই করতে আমরা বিভিন্ন ফেডারেশন, ফিফা (FIFA) ও ব্রাজিলিয়ান ক্লাবগুলোর সঙ্গে কাজ করছি। অপরাধীরা এভাবে ব্রাজিলের ফুটবলকে ধ্বংস করতে পারবে না।’ 

অভিযুক্ত ফুটবলারদের মধ্যে স্যান্টোসের ডিফেন্ডার এদুয়ার্দো বাউয়েরমান। গত মঙ্গলবার তাঁকে নির্বাসিত করেছে ক্লাব। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এদুয়ার্দো বাউয়েরমানের সঙ্গে গড়াপেটাকারীদের আলাপচারিতাও প্রকাশ করেছে। মামলার অভিযোগপত্রে আইনজীবীরা দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে একাধিক ম্যাচ গড়াপেটাকারী যুক্ত আছেন। মাঠে কীভাবে ফুটবলাররা পারফর্ম করবেন, সেই বিষয়ে নাকি গড়াপেটাকারীরা রীতিমতো অনুশীলন করিয়েছেন। এবং আইনজীবীদের আরও দাবি ফুটবলারদের সঙ্গে গড়াপেটাকারীদের দেখা করার জন্যই নাকি এক লাখ ডলার খরচ করা হয়েছিল! এরপর ম্যাচ ফিক্সিং করার জন্য আরও টাকা পেয়েছিলেন অভিযুক্ত সাত ফুটবলার ও একাধিক সাপোর্ট স্টাফ। এখন এই বিতর্কের জল কতদূর গড়ায় সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)