রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর মহাখালী রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মামুন।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

নিহত মামুন (৩৭) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মৃত মাঈনুদ্দিনের ছেলে। উদ্ধারকারী পথচারী রাকিব জানান, মহাখালী রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় রক্তাক্ত অবস্থায় পরে ছিলেন মামুন।