Accident: বাইকে অফিস যাচ্ছিলেন যুবক, দুর্গাপুরে পিষে দিল বেপরোয়া ট্রাক, দেহ রেখে অবরোধ

ভয়াবহ ঘটনা দুর্গাপুরে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে একেবারে তুমুল উত্তেজনা দুর্গাপুরের ২নম্বর জাতীয় সড়কের মুচিপাড়া এলাকায়। জায়গাটি কাঁকসা থানা এলাকার মধ্যে পড়ছে। সূত্রের খবর, ওই রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। সেই সময় দ্রুত গতিতে আসা একটি কন্টেনার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। কন্টেনারের ধাক্কায় ওই ব্যক্তির মাথায় মারাত্মক আঘাত লাগে। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

মৃতের নাম গুরুমুখ সিংহ। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তির দেহ রাজপথে রেখে বিক্ষোভ সামিল হন স্থানীয় বাসিন্দারা। তাঁর রক্তমাখা অফিসের আইকার্ডটি পাওয়া গিয়েছে। বাসিন্দাদের দাবি, অবিলম্বে ঘাতক তেলের ট্যাঙ্কারের চালককে গ্রেফতার করতে হবে। এলাকায় ট্রাফিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। প্রচন্ড গরমের মধ্যে একের পর এক যানবাহন রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। কাঁকসা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিধাননগর এলাকায় থাকতেন গুরুমুখ। তিনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে বাইক নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময়ই তাকে পিষে দিল ট্রাক। তবে বাসিন্দাদের একাংশের দাবি, অত্যন্ত বেপরোয়াভাবে কন্টেনারটি চালানো হচ্ছিল। সম্ভবত মদ্যপ অবস্থায় এই কন্টেনারটি চালানো হচ্ছিল। তার জেরেই চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। কন্টেনারটি সোজা গুরুমুখের বাইকে ধাক্কা দেয়।

দুর্গাপুর থানা থেকেও বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, এলাকায় ট্রাফিক ব্যবস্থা যথাযথ নেই। যে যেখান দিয়ে পারছে গাড়ি চালাচ্ছে। আগামীদিনে আরও ভয়াবহ ঘটনা হতে পারে। তবে পুলিশ বুঝিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। দেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটির খোঁজ চলছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ট্রাকটি পেছন থেকে একেবারে পিষে দিল। গাড়িটি বর্ধমানের দিকে যাচ্ছিল। মাঝেমধ্যেই দুর্ঘটনা হয়। অপর এক বাসিন্দা বলেন, একেবারে মাথার উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এটা মানা যায় না। পুলিশ জানিয়েছে, হাইওয়ে পেরিয়ে লোকজন যাচ্ছে। প্রতিদিন বারণ করা হচ্ছে। এইভাবে বিপজ্জনকভাবে পারাপার করার জন্য দুর্ঘটনা হচ্ছে।