Golden Temple blasts: স্বর্ণ মন্দিরের কাছে পর পর বিস্ফোরণ, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

পঞ্জাবে স্বর্ণমন্দিরের কাছে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এবার পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি তারা দুটি ক্ষেত্রে এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত। তবে এই ঘটনার পেছনে ঠিক কী কারণ রয়েছে তা পুলিশ জানায়নি। কিন্তু প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, একেবারে গভীর ষড়যন্ত্রের শিকড়। ধৃতদের সঙ্গে দেশে ও বিদেশে কোথায় যোগাযোগ রয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

গোল্ডেন টেম্পলের কাছে পার্কে, রাস্তায় গত বুধবার মাঝরাতে আচমকা বিস্ফোরণ হয়েছিল। গুরু রামদাস জি নিবাস বিল্ডিংয়ের পেছনে এই বিস্ফোরণ। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ গৌরব যাদব সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, এই বিস্ফোরণেগুলি কোনও নয়া মডিউলের কীর্তি নাকি কারোর নির্দেশে এগুলি বিস্ফোরণ ঘটানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এনিয়ে ইতিমধ্যেই স্পেশাল ইনভেসটিগেশন টিম তৈরি করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এর পেছনে ষড়যন্ত্রের যে গভীর শেকড় পোঁতা রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। ধৃতদের সঙ্গে কাদের যোগ রয়েছে তা দেখা হচ্ছে। এই ষড়যন্ত্রের শেষ দেখা হবে।

ধৃতদের নাম আজাদবীর সিং, অমৃক সিং, সাহিব সিং , হরজিৎ সিং, ধর্মিন্দর সিং। মনে করা হচ্ছে আজাদবীর ও অমৃক এর মূল ষড়যন্ত্রী। অমৃকের স্ত্রীকেও জেরা করা হচ্ছে। তার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, স্বর্ণমন্দিরের কাছে একটি কমমাত্রার বিস্ফোরণ হয়েছিল। এক সপ্তাহে এনিয়ে তৃতীয় বার এই ধরনের বিস্ফোরণের ঘটনা হল।

গত ৬ মে মাঝরাত। স্বর্ণমন্দিরের কাছের রাস্তায় একটি কম মাত্রার বিস্ফোরণ হয়েছিল। প্রথম বিস্ফোরণের পরে ফের আর একটা বিস্ফোরণ। পুলিশ ১.১০ কেজি বারুদের সন্ধান পেয়েছিল। তবে এই ধরনের বারুদ সাধারণত বাজি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৬ মে দুটি এনার্জি ড্রিঙ্কের কৌটোয় বিস্ফোরক ভর্তি করা হয়েছিল।হোটেলের বাথরুমে এগুলি তৈরি করা হয়েছিল। একটা ধাতব টিফিনবক্সে এই বারুদ ভরা হয়েছিল। একটি পলিথিন ব্যাগে তিনটি ভরে রাস্তায় রাখা হয়েছিল। আজাদবীর হেরিটেজ পার্কিং বিল্ডিংয়ের ছাদে গিয়ে দড়ি দিয়ে পলিথিন ব্যাগটি ঝুলিয়ে দেয়। এরপর রাত ১১টা নাগাদ প্রথমবার বিস্ফোরণ হয়েছিল।

৭ মে দুটি ধাতব পাত্রে আইইডি তৈরি করা হয়েছিল। সেটাও বাথরুমে তৈরি করা হয়েছিল। এটা হেরিটেজ বিল্ডিংয়ের ছাদে রাখা হয়েছিল ভোর সাড়ে চারটের সময়। এরপর সকাল ৬টা ১৫ মিনিটে ফাটানো হয়।