IPL 2023: Delhi Capitals Wicketkeeper Abhishek Porel Gets Tips From MS Dhoni


চেন্নাই: ছোটবেলা থেকে যাঁকে আদর্শ মনে করে ক্রিকেট খেলেছেন, তাঁকেই হাতের কাছে পেয়ে গেলেন অভিষেক পোড়েল (Abhishek Porel)। প্রিয় নায়ককে কাছে পেয়ে পরামর্শ নেওয়ার সুযোগও হাতছাড়া করলেন না চন্দননগরের ক্রিকেটার। ধোনির সঙ্গে উইকেটকিপিং নিয়ে কথা বললেন। পেলেন অমূল্য পরামর্শ।

অভিষেক সোশ্যাল মিডিয়ায় ধোনির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘যখন ছোট ছিলাম, টিভিতে এই লোকটার খেলা দেখতাম। এর চেয়ে ভাল অনুভূতি হয় না। বিশ্বের সেরার কাছে অনেক কিছু শিখলাম’।

বুধবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালসের। সেই ম্যাচে অভিষেক খেলেননি। দিল্লি এখন প্রথম একাদশে খেলাচ্ছে ফিল সল্টকে। ধোনিদের কাছে ম্যাচও হেরেছে দিল্লি। তবে কিংবদন্তির কাছে পরামর্শ নেওয়ার সুযোগ হাতছা

়া করেননি অভিষেক।

 

দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৭ রানে হারিয়ে আইপিএলে (IPL 2023) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলগতভাবে হলুদ ব্রিগেড আপাতত লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। কিন্তু দলের ভাল পারফরম্যান্সেও সিএসকে (CSK) সমর্থকদের মনে আক্ষেপ, যদি মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) আরেকটু বেশি সময় ব্যাট করতে দেখা যেত। মাহি এ মরসুমে সিএসকের হয়ে আট নম্বরেই ব্যাট করতে নামছেন। ধোনি কিন্তু উপরে এসে ব্যাট করার বিষয়ে খুব একটা আগ্রহীও নন।

চেন্নাই সুপার কিংস দলে নিজের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শেষে জানান, ‘আজ মঈন (আলি) ও জাড্ডু (রবীন্দ্র জাডেজা) টুর্নামেন্টের শেষের দিকে আমরা এগিয়ে আসছি এবং সবাই একটু আধটু ব্যাটিং করারও সুযোগ পাচ্ছে, যেটা খুবই ভাল বিষয়। আমার কাজ কয়েকটা বল খেলে বড় শট মারা। আমাকে আর বেশি ছোটছুটি করিও না। যেটুকু যা বল খেলার সুযোগ পাচ্ছি, তাতেই যতটা সম্ভব দলের হয়ে অবদান রাখতে চাই। আমি আজকাল অনুশীলনও তেমনভাবেই করছি।’

ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৯ বলে ২০ রানের একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এখনও অবধি আটটি ইনিংস খেলে চলতি আইপিএলে ধোনি ৪৮-র গড়ে মোট ৯৬ রান করেছেন। তবে সীমিত সুযোগ পাওয়ায় রানের পরিমানটা কম হলেও তাঁর স্ট্রাইক রেট কিন্তু চমকপ্রদ। ধোনি এবারের আইপিএলে ২০৪.২৫ স্ট্রাইক রেটে নিজের রান করেছেন, যা এক কথায় দারুণ।

আরও পড়ুন: ABP Exclusive: রিঙ্কু ভাই যে কোনও জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, বলছেন কেকেআরের নতুন অস্ত্র