IPL 2023 Highlights: Indian Premier League’s Top 5 News Together

Indian Premier League: আইপিএলের সেরা পাঁচ খবর এক নজরে।


কলকাতা: দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এক পা বাড়িয়ে রাখল চেন্নাই সুপার কিংস। অস্কারজয়ী বোমান ও বেইলির সঙ্গে দেখা করলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এক নজরে আইপিএলের সেরা পাঁচ খবর।

কেকেআর বনাম রাজস্থান দ্বৈরথ

আজ ইডেন গার্ডেন্সে একে অপরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। লিগ তালিকায় আপাতত পাঁচে রাজস্থান ও ছয়ে কলকাতা নাইট রাইডার্স। দুই দলের দখলেই আপাতত সমান সংখ্যক, ১১টি ম্য়াচ খেলে দখলে রয়েছে ১০ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য আজকের ম্যাচে দুই পয়েন্ট পাওয়া দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই দুই দলই মরিয়া হয়ে জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে। আজকের ম্য়াচে জয় যে কোনও দলকে প্লে-অফের আরেকটু এগিয়ে দেবে। আর পরাজিত দলকে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ম্যাচের ফলাফলের দিকে। 

ng>প্লে-অফের দিকে এক পা

ষোড়শ আইপিএলে (IPL 2023) এমনই অভিনব পরিস্থিতি তৈরি হয়েছে যে, সব দল অন্তত দশটি করে ম্যাচ খেলে ফেলার পরেও প্লে অফের দৌড়ে কাউকেই হিসেবের বাইরে রাখা যাচ্ছিল না।

তবে সম্ভবত টুর্নামেন্টের প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস তাদের হারিয়ে দিল ২৭ রানে। এই জয়ের ফলে ১১ ম্যাচের পর ৮ পয়েন্টেই আটকে দিল্লি। বাকি তিন ম্যাচের সবকটি জিতলেও ডেভিড ওয়ার্নারদের পয়েন্ট দাঁড়াবে ১৪। যা প্লে অফে ওটার জন্য পর্যাপ্ত হবে না বলেই মনে করা হচ্ছে। তার ওপর দিল্লির নেট রান রেটও খারাপ। -০.৬০৫। কার্যত যাত্রাভঙ্গ হল দিল্লির।

চেন্নাই শুরুতে ব্যাট করে তুলেছিল ১৬৭/৮। জবাবে মাত্র ১৪০/৮ স্কোরে আটকে গেল দিল্লি। রিলি রুসৌ ৩৫ ও মণীশ পাণ্ডে ২৭ রান করে লড়াই করলেন। আর কেউই উল্লেখযোগ্য কিছু করেননি। ওয়ার্নার নিজে ০ রানে আউট হয়ে যান। সিএসকে বোলারদের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট নেন মাথিশা পাথিরানা। দীপক চাহারের ২ উইকেট। ব্যাটে ১৬ বলে ২১ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাডেজা।

অস্কার জয়ীদের সঙ্গে সাক্ষাৎ

তাঁদের গল্পই রুপোলি পর্দায় অস্কার জিতে নিয়েছিল। এবার সেই ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ খ্যাত বোমান ও বেইলির সঙ্গে দেখা করলেন এম এস ধোনি। সিএসকের জার্সিও উপহার দিলেন মাহুত দম্পতিকে। এই বছর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতে‌ছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এবার এই গল্পের নেপথ্যের ২ চরিত্র বোমান ও বেইলি ও তথ্যচিত্রের ডিরেক্টর কার্তিকি গঞ্জালভেসকে সংবর্ধিত করা হল সিএসকের তরফে।

মঙ্গলবার সিএসকের অনুশীলনের মাঝেই চিপকে এসেছিলেন বোমান, বেইলি ও কার্তিকি। সঙ্গে ছিল অস্কারজয়ী ট্রফিও। অস্কারজয়ীদের সঙ্গে দেখা করলেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি। তিন জনের হাতে তুলে দেন তাঁদের নামাঙ্কিত চেন্নাই সুপার কিংস-এর জার্সিও। সিএসকের সোশ্যাল মিডিয়ার সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ইডেনে ঘূর্ণির ফাঁদ 

বদলে গিয়েছে ইডেন গার্ডেন্সের (Eden Gardens) উইকেট। যে মাঠে এক সময় স্পিনারদের বল ছোবল মারত, সেখানে এখন পেসারদের রমরমা। বল পড়ে সাঁ সাঁ যায়। গতির সঙ্গে সঙ্গে রয়েছে বাউন্সের দোসরও।

একমাত্র ব্যতিক্রম চার নম্বর পিচ। যে বাইশ গজে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR vs PBKS)। যে উইকেটে অনেকটা পুরনো ইডেনের ছোঁয়া। যেখানে বল পড়ে কিছুটা থমকে আসছে। বল ঘুরছে। যে বাইশ গজে ছড়ি ঘোরাচ্ছেন স্পিনাররা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বরুণ চক্রবর্তী বল হাতে নাকানিচোবানি খাইয়েছিলেন। নাইট শিবির থেকেও বলা হয়েছিল যে, পাঞ্জাবের ইনিংস ১৭৯ রানে আটকে দিতে পারাটাই জয়ের রাস্তা গড়ে দিয়েছিল।

পাঞ্জাব ম্যাচের ঠিক তিনদিনের মাথায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে খেলছে কেকেআর। ঘরের মাঠ ইডেনেই। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি তিন ম্যাচের মধ্যে তিনটিই জিততে হবে নাইটদের। আর এই পরিস্থিতিতে পয়মন্ত সেই চার নম্বর উইকেটেই খেলতে চাইছে কেকেআর। ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানালেন, চার নম্বর পিচেই কেকেআর বনাম রাজস্থান ম্যাচ হবে। বললেন, ‘৬ নম্বর পিচটি তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু জল দিতে পারিনি। বৃষ্টির পূর্বাভাস থাকায় উইকেটে আলাদা করে জল দিলে তা ভিজেও থাকতে পারত। তাই ঝুঁকি নিইনি। চার নম্বর পিচেই খেলা হবে।’

রাসেলকে নিয়ে চিন্তা

পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে তাঁর ২৩ বলে ৪২ রানের ঝড় কলকাতা নাইট রাইডার্স (KKR) শিবিরের ওপর থেকে গুমোট মেঘ সরিয়ে দিয়েছে। আন্দ্রে রাসেল (Andre Russell) ফের ব্যাট হাতে চেনা মেজাজে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচেও তিনি নাইটদের তুরুপের তাস হতে পারেন।

ক্যারিবিয়ান অলরাউন্ডারকে যথেষ্ট সমীহ করছে রাজস্থান শিবির। কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগের দিন রাজস্থানের সেরা পেসার ট্রেন্ট বোল্ট (Trent Boult) বলছেন, ‘রাসেল টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটার। এই ফর্ম্যাটে ছশো ছক্কা মেরেছে। ও এমন একজন ক্রিকেটার যার বিরুদ্ধে স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমি বার দুয়েক ওর উইকেট নিয়েছি। ওকে বল করার সময় ভীষণ অভ্রান্ত থাকতে হয়। কেকেআরের বিরাট ক্রিকেটার ও।’

আরও পড়ুন: হামেশাই ‘সুগার ক্রেভিংস’ হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা