আ.লীগ-বিএনপি কোনও জোটেই ‘ছিল না’ খেলাফত আন্দোলন

আওয়ামী লীগ কিংবা বিএনপি জোট কোনোটির সঙ্গেই কখনও বাংলাদেশ খেলাফত আন্দোলনের কোনও সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন দলটির আমির আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বলেন, ‘খেলাফত আন্দোলনের নীতি ও আদর্শবিরোধী কোনও দল বা জোটের সাথে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনও পরিকল্লনা কখনও ছিল না এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।’

শুক্রবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটবদ্ধ হওয়ার ‘বিভ্রান্তিকর সংবাদের’ প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। এতে গত ১১ মে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে, ১৬ মার্চ একটি জাতীয় দৈনিকে এবং ১১ মে একটি নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদের কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ‘হযরত হাফেজ্জী হুজুর (রহ.) কর্তৃক ১৯৮১ সালে প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলন এখন পর্যন্ত কোনও নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করেনি। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা দলগুলোর সঙ্গে জোট হতে পারে, যা হলে অবশ্যই দেশবাসীকে জানানো হবে।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি- গত ১১ মে (বৃহস্পতিবার) একটি প্রথম সারির জাতীয় দৈনিক তাদের একটি প্রতিবেদনে খেলাফত আন্দোলন বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল বলে সম্পূর্ণ বানোয়াট তথ্য প্রকাশ করেছে। এছাড়া ১৬ মার্চ একটি জাতীয় দৈনিকে এবং ১১ মে অন্য একটি নিউজ পোর্টালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে খেলাফত আন্দোলন যুক্ত হতে চায় এবং এ উদ্দেশ্যে ১৪ দলীয় জোটের সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাতের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রকাশ করেছে।’