তাইজুলের ওভারে তিন ছক্কায় টেক্টরের ফিফটি

দ্বিতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ২০ ওভারে ৯১/২ (অ্যান্ড্রু বালবির্নি ২৫*, হ্যারি টেক্টর ৫৩*; স্টিফেন ডোহেনি ১২, পল স্টার্লিং ০)।

 

পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর আইরিশদের পঞ্চাশ

টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে পাওয়ার প্লেতেই তাদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তাতে চাপেও ফেলা গেছে। ১৬ রানে দুই উইকেট তুলে নিতে অবদান পেসার হাসান মাহমুদের। দুটি-ই নিয়েছেন তিনি। 

বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে আসে ৪৫ ওভারে। তাতে পাওয়ার প্লে হয়েছে ৯ ওভারে। এই সময়ে ২৬ রান তুলতে পারে আইরিশ দল। তার পর অবশ্য বালবির্নি ও হ্যারি টেক্টর মিলেই স্কোরবোর্ডে সামাল দিয়েছেন। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৩তম ওভারেই দলের স্কোর পঞ্চাশ ছাড়িয়েছে।   

হাসানের দ্বিতীয় শিকার ডোহেনি

ইংলিশ কন্ডিশনের ভালোই ফায়দা তুলে নিয়েছেন পেসার হাসান মাহমুদ। আইরিশদের কাঁপিয়ে দিয়েছেন শুরুতেই। প্রথম ওভারে স্টার্লিংকে ফিরিয়ে সপ্তম ওভারে আবার আঘাত হেনেছেন তিনি। তার দ্বিতীয় শিকার স্টিফেন ডোহেনি।

হাসান অফস্টাম্পের বাইরে বল করেছিলেন। ডোহেনি পাঞ্চ করেছিলেন ব্যাকফুটে থেকেই। কিন্তু মুহূর্তেই পয়েন্টে মিরাজের তালুবন্দি হয়েছেন তিনি। ফেরার আগে ডোহেনি ১২ রান করেছেন।    

প্রথম ওভারেই স্টার্লিংকে ফেরালেন হাসান

চেমসফোর্ডের ইংলিশ কন্ডিশন বরাবরই পেসারদের জন্য সহায়ক। দ্বিতীয় ওয়ানডেতেও তার নমুনা দেখা গেলো। প্রথম ওভারের পঞ্চম বলেই হাসান মাহমুদের বলে কটবিহাইন্ড হয়েছেন আয়ারল্যান্ডের অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। শুরুতে আম্পায়ার আউট দেননি যদিও। বাংলাদেশ রিভিউ নিলে দেখা গেছে বল ব্যাট ছুঁয়েই মুশফিকের গ্লাভসে জমা পড়েছে। তাতে রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন স্টার্লিং। 

৪৫ ওভারের ম্যাচে টস জিতেছে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ

বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা বিলম্বের পর বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের টস হয়েছে। তাতে জিতেছে সফরকারী বাংলাদেশ। শুরুতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।    

তামিম জানিয়েছেন, একাদশে কোনও পরিবর্তন নেই। গত ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশ মাঠে নামছে। পরিবর্তন নেই আয়ারল্যান্ড একাদশেও।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার,  জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডেয়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।   

 

বৃষ্টি থেমেছে, ম্যাচ হবে ৪৫ ওভারের

চেমসফোর্ডে প্রায় দুই ঘণ্টার মতো বৃষ্টি হওয়ার পর অবশেষে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে। তবে ৫০ ওভারের খেলা হচ্ছে না। ম্যাচ হবে ৪৫ ওভারের। 

বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টিতে বিলম্বিত হয়েছে টস। সেই টসটা বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় হয়েছে। 

প্রথম ওয়ানডেও বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় ম্যাচ পুরোটাই মাঠে গড়াবে বলে আশা। ম্যাচ দেখা যাচ্ছে আইসিসি টিভি ও বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। লিংক- https://www.youtube.com/watch?v=jrxyH5cPAns&ab_channel=BangladeshCricket%3ATheTigers  

এবং https://app.icc.tv/live/240373/ireland-v-bangladesh-odi-2