Delhi Police record statement of WFI president Brij Bhushan Sharan Singh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে কুস্তিগীরদের প্রতি যৌন হেনস্থা (Sexual Harassment Of Wrestlers) মামলার মূল অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বয়ান রেকর্ড করল দিল্লি পুলিস (Delhi Police)। শুক্রবার অর্থাৎ ১২ মে একটি বিবৃতি জারি দিল্লি পুলিসের তরফ থেকে বলা হয়েছে, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) সভাপতির বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে সিট গঠন করা হয়েছে। ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও বজরং পুনিয়াদের (Bajrang Punia) মতো প্রথমসারির কুস্তিগীরদের জোরদার আন্দোলনে (Wrestlers Protest) জেরবার হয়ে উঠেছিল প্রশাসন। এরপর গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিস। সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন মূল অভিযুক্তের বয়ান রেকর্ড করা হল।    

এফআইআর দায়েরের পর বেশ কিছুদিন কেটে গেলেও অবশ্য ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি। সেটা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি পুলিস। অবশেষে শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের দাবি, দিল্লি পুলিসের আধিকারিকদের কাছে বয়ান রেকর্ড করলেও, সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ। যদিও তাঁর কাছ থেকে বেশ কয়েকটি নথিপত্র চেয়েছেন দিল্লি পুলিসের আধিকারিকরা। এমনকি ব্রিজভূষণ ছাড়াও আর এক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে। 

দিল্লি পুলিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ১০ সদস্যের সিটের নেতৃত্বে থাকবেন এক মহিলা ডিসিপি। এছাড়াও সিটে রয়েছেন ৪জন মহিলা পুলিস। ব্রিজভূষণকে আগামী দিনে জেরা করবে এই সিট। পুলিসের দাবি, ঘটনার আরও বিশদে তদন্তের জন্য ব্রিজভূষণের কাছে বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিয়ো চাওয়া হয়েছে। এমনকি তাঁর মোবাইলও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: India VS Pakistan, Asia Cup 2023: জটিলতা বাড়ছে, এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বেরিয়ে আসার হুমকি দিল পাকিস্তান

আরও পড়ুন: Cristiano Ronaldo: গোলের দেখা নেই, মেজাজ হারাচ্ছেন! তবুও ৯৪৫৯৭৭১.২০ টাকার ঘড়ি পেয়ে দারুণ খুশি রোনাল্ডো

ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন একাধিক প্রথমসারির কুস্তিগীর। তবে অভিযোগ করলেও দিল্লি পুলিসের তরফে শুরতে এফআইআর দায়ের করা হয়নি। এরপর সঠিক  বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের তরফে বলা হয়, অভিযোগকারিণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখবে না শীর্ষ আদালত। তবে তদন্তের গতি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। 

এর আগে গত ৮ মে সকাল থেকেই ফের উত্তাল হয়ে উঠেছিল  দিল্লির যন্তর মন্তর চত্বর। পুলিস ও কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে দিয়েছিল সংযুক্ত কিষান মোর্চার সদস্যরা (Samyukta Kisan Morcha)। কুস্তিগীরদের আন্দোলনে যোগ দিয়েছিলেন দেশের একাধিক কৃষক। যদিও আন্দোলনে সংযুক্ত কিষান মোর্চার যুক্ত হওয়াকে মূল অভিযুক্ত ব্রিজভূষণ। তবে এবার প্রবল চাপের মুখে তাঁকে দিল্লি পুলিসের সামনে বসতেই হল।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)