Diploma Doctor:ডিপ্লোমা ‘ডাক্তার’ তৈরি সম্ভব কি না, খতিয়ে দেখতে ১৫ সদস্যের কমিটি গড়ল নবান্ন

চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা কোর্স চালু সম্ভব কি না তা খতিয়ে দেখতে ১৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গড়ল পশ্চিমবঙ্গ সরকার। কমিটিতে রয়েছেন একাধিক প্রথিতযশা চিকিৎসক ও মেডিক্যাল কাউন্সিলের প্রতিনিধি। ৩০ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দেবে এই কমিটি।

নবান্ন সূত্রে খবর, ৩ বছরের প্রশিক্ষণে ‘হেলথ কেয়ার প্রফেশনাল’ তৈরি করা যায় কি না তা কমিটিকে খতিয়ে দেখতে বলা হয়েছে। করা গেলে সম্ভাব্য পাঠক্রম কী হতে পারে তাও জানাতে বলা হয়েছে তাদের। ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য দফতরকে রিপোর্ট পেশ করবে এই কমিটি।

বর্তমানে দেশে চিকিৎসক হতে গেলে ৫ বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কি না দেখো। ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে সুযোগ পাবে। ৫ বছরের প্রশিক্ষণের পর যে চিকিৎসকদের আমরা পাচ্ছি তাতে অনেকটা সময় যাচ্ছে। কিন্তু যদি আমরা সমান্তরালভাবে যেহেতু সিট বাড়ছে, হাসপাতাল বাড়ছে লোকসংখ্যা বাড়ছে, শয্যা বাড়ছে… যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে অন্তত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোয় নিয়োগ করতে পারো তাহলে আমার মনে হয় এরা খুব ভালো ফল দেবে’। যদিও মুখ্যমন্ত্রীর এই ভাবনার পরিণতি ভয়ানক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রায় সব চিকিৎসক।