IPL 2023: প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াই, দিল্লি-পাঞ্জাব মুখোমুখি মহারণে কারা এগিয়ে?

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। দুটো দলই এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে নীচের দিকে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও দলই ছিটকে যায়নি টুর্নামেন্ট থেকে। প্লে অফে ওঠার লড়াইয়ে আগামীকাল নামছে এই দুই দল। আইপিএলের প্রথম মরসুম ২০০৮ সাল থেকেই দিল্লি ও পাঞ্জাব একে অপরের মুখোমুখি হয়ে আসছে। গত ১৫ মরসুম ধরে খেললেও কোনও ফ্র্যাঞ্চাইজিই এখনও পর্যন্ত ট্রফি জিততে পারেনি।&nbsp;</p>
<p style="text-align: justify;">এখনও পর্যন্ত <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের ইতিহাসে মোট ৩০ বার মুখোমুখি হয়েছে দিল্লি ও পাঞ্জাব। কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি। ২ দলই ১৫টি করে ম্য়াচ জিতেছে। ২০১৪ পর্যন্ত অনেকটাই এগিয়ে ছিল পাঞ্জাব এই লড়াইয়ে। ১৩ ম্যাচের মধ্যে ৯ ম্যাচ জিতেছিল পাঞ্জাব। এরপরই ধীরে ধীরে লড়াইয়ে পাল্টা বেগ দেয় দিল্লিও। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচে ১৮০ রান বোর্ডে তোলার পরেও ম্যাচ হারতে হয়েছে। এই পরিস্থিতিতে আগামীকালের এই ম্যাচও যে হাই স্কোরিং হতে চলেছে, তা বলাই বাহুল্য। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের পর দিল্লির পক্ষে প্লে অফের রাস্তা পাঞ্জাবের তুলনায় কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে তা নিয়ে বেশি চিন্তা করতে নারাজ ওয়ার্নার বাহিনী।&nbsp;</p>
<p style="text-align: justify;">পাঞ্জাব কলকাতার বিরুদ্ধে হেরে গিয়েছিল ইডেনে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে দিল্লি ১০ নম্বরে রয়েছে ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে।</p>
<p style="text-align: justify;"><strong>কীভাবে এখনও প্লে অফে পৌঁছতে পারে নাইটরা</strong></p>
<p>কেকেআর নিজেদের পরের দুই ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামবে। প্লে-অফে পৌঁছনোর বিন্দুমাত্র আশাও যদি রাখতে হয়, তাহলে নীতীশ রানার দলকে এই দুই ম্যাচ জিততেই হবে। অবশ্য দুই ম্যাচ জিতলেই কেকেআরের লিগ তালিকায় প্রথম চারে থাকার কোনও নিশ্চয়তা নেই। প্লে-অফে পৌঁছতে হলে নাইটদের অন্যান্য দলের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। আপাতত লিগ তালিকায় এক নম্বরে থাকা গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের দখলে যথাক্রমে ১৬ ও ১৫ পয়েন্ট রয়েছে। কোনও পরিস্থিতিতেই এই দুই দলের পয়েন্ট সংখ্যাকে স্পর্শ করতে পারবে না।&nbsp;</p>
<p>কিন্তু প্লে-অফের দৌড়ে থাকা রাজস্থান রয়্যালসের দুই ম্যাচই কেকেআরের ভাগ্য নির্ধারণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেকেআর চাইবে রাজস্থান পরের ম্যাচে আরসিবিকে হারিয়ে দিক। রাজস্থানের বিরুদ্ধে হারলে ১০ পয়েন্টে থাকা আরসিবির বাকি দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৪ পয়েন্ট হবে। তবে আরসিবির বিরুদ্ধে জিতলেও রাজস্থানকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হবে। সেক্ষেত্রে রাজস্থানের দখলেও ১৪ পয়েন্টই থাকবে। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারেই রাজস্থান, আরসিবি ও&nbsp;<a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআরে</a>র মধ্যে এক দল প্লে-অফে যেতে পারে। আপাতত তিন দলের মধ্যে নেট রান রেটে রাজস্থানই সবচেয়ে ভাল জায়গায়। তাঁদের নেট রান রেট ০.৬৩৩। অপরদিকে, কেকেআরের নেট রান রেট -০.৩৫৭ ও আরসিবির -০.৩৪৫। নিজেদের শেষ দুই ম্যাচে বড় জয় কিন্তু <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের নেট রান রেটের উন্নতি ঘটাতে সাহায্য করবে।</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>