JP Nadda: পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়াবহ, আমার কনভয়ে ঠান্ডা মাথায় হামলা হয়েছে: জেপি নড্ডা

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে আমার কনভয়ে পরিকল্পনামাফিক হামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে একটি বইপ্রকাশ অনুষ্ঠানে যোগদান করে এমনই দাবি করেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আমাদের পীড়া দেয়।

এদিন নড্ডা বলেন, বাংলা মানে গর্ব। কিন্তু রাজ্যেরে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যা আমাদের খুব পীড়া দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিরোধীদের কণ্ঠরোধ করতে কাজ করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে প্রথম সন্ত্রাসের শিকার আমি। নিরাপত্তা থাকলেও আমার গাড়ির ওপর ডায়মন্ড হারবারে পরিকল্পিত হামলা হয়েছিল। দু’পাশ দিয়ে বাস দাঁড় করিয়ে আমার কনভয়ের গতি কমিয়ে দেওয়া হয়। তার পর ২ পাশ থেকে গাড়ি লক্ষ্য করে চলে ইচবৃষ্টি। আমি বুলেটপ্রুফ গাড়িতে ছিলাম বলে বেঁচে গেছি। নইলে কী হত আপনারা সহজেই অনুমান করতে পারেন।

দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করার বিরোধিতা করে নড্ডা বলেন, সাধারণ সন্ত্রাসবাদের সঙ্গে ISIS-এর সন্ত্রাসবাদের ফারাক আছে। সাধারণ সন্ত্রাসবাদে বোমা – বন্দুক থাকে। কেরলের সন্ত্রাসবাদের কোনও আওয়াজ হয় না। আর এই ছবি কোনও রাজ্যকে নিয়ে নয়। ছবিটি গোটা দেশে চলছে। তার পরেও নিষিদ্ধ করে দিল পশ্চিমবঙ্গ সরকার। 

এদিন পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে লেখা বই ‘ডেমোক্রেসি ইন কোমা’ প্রকাশ করেন বিজেপি সভাপতি।