Premature baby: সময়ের আগে শিশু জন্মের হারে প্রথমের দিকে ভারত, জানাল রাষ্ট্রসংঘ

মাতৃগর্ভে নির্দিষ্ট সময় পূরণ হওয়ার আগে যে সন্তানের জন্ম হয়, তাকে বলা হয় প্রিম্যাচিউর শিশু। প্রিম্যাচিউর শিশুর শারীরিক গঠন বেশ দুর্বল হয়। মাতৃগর্ভ থেকে বেরিয়েই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে না সে। আর এমন‌ শিশুর জন্মের সংখ্যা ভারতে অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুযায়ী, প্রতি দুই সেকেন্ডে ভারতে এমন একটি প্রিম্যাচিউর সন্তানের জন্ম হচ্ছে। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে না পারায় শিশুমৃত্যুও ঘটে চলেছে। প্রতি ৪০ সেকেন্ডে এমনভাবেই একটি শিশু মারা যাচ্ছে। তবে শিশুর স্বাভাবিক জন্মের জন্য কত দিন মাতৃগর্ভে থাকা জরুরি। বিশেষজ্ঞদের কথায়, মোট ৩৭ সপ্তাহ গর্ভে থাকলে‌ শিশুর জন্ম হয়। অন্যদিকে ৩৭ সপ্তাহের আগেই শিশুর জন্ম হলে তাকে প্রিম্যাচিউর শিশু বলা হয়।

আরও পড়ুন: ৫২ বছর বয়সে মুখে ব্রণ! হালকা চালেই চিকিৎসককে বলেন মহিলা, তাতেই ধরা পড়ল মারণরোগ

আরও পড়ুন: আর দর কষাকষি নয়, মনমতো সেরা সাইজের মাছ ‘ছাপিয়ে’ খান, কীভাবে খাবেন জেনে নিন

২০২০ সালের একটি রিপোর্ট অনুযায়ী, পাঁচটি দেশে প্রিম্যাচিউর শিশুর জন্মের হার সবচেয়ে বেশি। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, চিন ও ইথিওপিয়া।  মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে একটি রিপোর্টে এই তথ্যই প্রকাশ করা হয়। এই পাঁচ দেশে প্রিম্যাচিউর শিশু মৃত্যুর হার অনেকটাই বেশি। পরিসংখ্যান অনুযায়ী, এই পাঁচটি দেশে শিশু মৃত্যুর হার ৪৫ শতাংশ। রাষ্ট্রসংঘের মতে, এই পরিসংখ্যানের অর্থ ভারত সহ পাঁচটি দেশে শিশুদের মৃত্যুর আশঙ্কাও অনেকটাই বেশি।‌ পাশাপাশি রিপোর্টে এও বলা হয়, শিশুদের বেঁচে থাকা ও সুস্বাস্থ্যের পথে এ এক বড় বিপদের ঝুঁকি।

মোট কতজন শিশু এই সমস্যার শিকার? রিপোর্টে বলা হয়, ২০২০ সালে‌ ১৩.৪ মিলিয়ন প্রিম্যাচিউর শিশুর জন্ম হয়। এর মধ্যে ১ মিলিয়ন শিশুর মৃত্যু হয় শারীরিক অসুস্থতা ও অন্যান্য জটিলতার কারণে‌। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি করা এই রিপোর্টে বলা হয়, এর শিশু মৃত্যুর এই হার প্রতি ১০টি শিশুর মধ্যে একটি শিশুর মৃত্যু্র হারের সমান। তবে ২০২০ সালে বাংলাদেশে প্রিম্যাচিউর শিশু জন্মের হার সবচেয়ে বেশি ছিল। ওই বছর ভারতে ১৩ শতাংশ প্রিম্যাচিউর শিশুর জন্ম হয়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup