Accident: দুর্ঘটনায় জখম বাইক আরোহী উড়ে গিয়ে পড়লেন গাড়ির ছাদে, টেনে নিয়ে গেল ৩ কিমি, হাড়হিম ঘটনা

এই দুর্ঘটনাকে হাড়হিম বললেও মনে হয় খুব কমা বলা হয়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্ঘটনার ছবি। সেখানে দেখা যাচ্ছে দ্রুত গতিতে ছুটে আসা একটা চারচাকা গাড়ির সঙ্গে একটা বাইকের সংঘর্ষ হয়। আর তার জেরে এক বাইক আরোহী একেবারে আকাশে কয়েকফুট উড়ে যান। অপরজন ছিটকে গিয়ে পড়েন একেবারে গাড়ির মাথায়। দিল্লির এই ঘটনা একেবারে শিউরে ওঠার মতো।

কস্তুরবা গান্ধী মার্গ আর টলস্টয় মার্গের সংযোগস্থলে একটি ছুটন্ত বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। বাইক আরোহী দুজন একেবারে ছিটকে পড়েন। দুজনেই হেলমেট পরে ছিলেন না। এরপর জখম এক ব্যক্তি গিয়ে পড়ে ঘাতক গাড়ির উপর। এরপর গাড়িটি প্রায় তিন কিমি রাস্তা এভাবেই ছুটতে থাকে।অন্যান্যরা গাড়ির হর্ন বাজিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু গাড়িটি থামতে চায়নি।

এদিকে গাড়িটি ঘোরার সময় ওপর থেকে ছিটকে পড়ে যান ওই ব্যক্তি। তার জেরে মৃত্যু হয় তার। তবে অপর আরোহী গুরুতর জখম হয়েছে। তবে ওই এসইউভি গাড়িটি কোনওভাবেই থামতে চাইছিল না। বার বার এনিয়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু সেটা থামতে চায়নি।

প্রায় তিন কিমি গাড়িটি এভাবেই যেতে থাকে। এরপর দিল্লি গেটের কাছে গাড়িটি জোরে ঘোরানোর সময় ওপর থেকে যুবক ছিটকে পড়েন। অপর কিছুর সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয় তার। মৃতের নাম দীপাংশু ভার্মা। বয়স ৩০।

তার ২০ বছর বছর বয়সি ভাইপো মুকুল গুরুতর জখম হয়েছে। দিল্লি পুলিশ এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে। অভিযুক্ত হরমিত সিং চাওয়ালাকে পুলিশ গ্রেফতার করেছে।

মৃতের দিদি উন্নতি ভার্মা সংবাদমাধ্যমে জানিয়েছেন, দুজন ওই গাড়িটি থামানোর চেষ্টা করেছিলেন তখন সেটি স্পিড বাড়িয়ে দেয়। গাড়ির ছাদে যখন ছিল তখনও বেঁচেছিল ভাই। প্রায় ৪ কিমি পরে গাড়ি থেকে ছিটকে ফেলে দেওয়া হয় তাকে। এতে মাথায় আঘাত লাগে। তারপর ভাইয়ের মৃ্ত্যু হয়।

তিনি জানিয়েছেন ওই চালক মনে হয় মদ্যপ ছিল। তাকে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কেউ এটা করার সাহস না পায়। এর আগে দিল্লিতে বছরের প্রথম দিনে এক তরুণীকে ১২ কিমি টেনে নিয়ে গিয়েছিল একটি গাড়ি। অঞ্জলি সিং নামে ওই তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।