Cyclone Mocha in Bangladesh: ঘূর্ণিঝড় মোখার আতঙ্কে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা

ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার পর্যটকদের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছে প্রশাসন। ৮ নম্বর মহাবিপদ সংকেত পেয়ে হাজারো পর্যটক মধ্যরাতে কক্সবাজার ছেড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। এ বিষয়ে কক্সবাজার পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ বলেন, ঘূর্নিঝড় মোখার কারণে সমুদ্র এখন প্রচণ্ড উত্তাল। এই কারণে শনিবার (১৩ মে) সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নামতে নিষেধ করেছে প্রশাসন।

১ হাজারেরও বেশি পর্যটক কক্সবাজার ছেড়েছেন। পর্যটকের সঙ্গে কথা বলে জানা যায়, ইদের ছুটিতে কক্সবাজার আসতে না পারায় ৫দিনের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসেন অনেকে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার ছাড়তে হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই বাড়ি ফিরে যাচ্ছেন তারা। 

আরও এক পর্যটক দম্পতি বলেন, বৃহস্পতিবার রাতে তারা কক্সবাজার এসেছিলেন তিন দিনের ছুটি কাটাতে। বিপদের সংকেত ঘোষণার পর ভয়ের কারণে রাতেই ঢাকায় ফিরে জাচ্ছেন তারা। হোটেল মোটেল গেষ্ট হাউসের মুখপাত্র করিম উল্লাহ বলেন, শনিবার থেকে কক্সবাজারকে পর্যটক শূন্য বলা চলে। হোটেল মোটেল জোন এর গেস্ট হাউজগুলোর একটি ফ্লোর খালি রাখা হয়েছে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য।