DC vs PBKS, Match Highlights: দুই স্বল্প পরিচিত তরুণের দাপটে স্বপ্নভঙ্গ, প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি

<p><strong>নয়াদিল্লি:&nbsp;</strong>অবশেষে প্লে অফের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল কোনও দল। পাঞ্জাব কিংসের কাছে ৩১ রানে ম্যাচ হেরে গেল দিল্লি। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংদের দল প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল। ১২ ম্যাচের শেষে ডেভিড ওয়ার্নারদের ৮ পয়েন্ট। বাকি ২ ম্য়াচ জিতলেও প্লে অফে ওঠার আর কোনও সুযোগ নেই দিল্লির।</p>
<p>বরং ১২ ম্যাচে ১২ পয়েন্ট সহ বেঁচে রইল পাঞ্জাব কিংসের প্লে অফে ওঠার আশা। পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে এল প্রীতি জিন্টার দল। রাজধানীর বুকে শনিবার দাপট দেখালেন পাঞ্জাবের দুই অনামি, অখ্যাত ক্রিকেটার। একজন প্রভসিমরন সিংহ। সেঞ্চুরি করে যিনি পাঞ্জাবকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দিলেন। একাই লড়লেন ব্যাট হাতে। অন্যজন হরপ্রীত ব্রার। ৩০ রানে ৪ উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন পাঞ্জাবের স্পিনার। পাঞ্জাবের ১৬৭/৭ তাড়া করতে নেমে ১৩৬/৮ স্কোরে আটকে গেল দিল্লি।</p>
<p>ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় আকাশ চোপড়া-ইরফান পাঠানরা বলছিলেন, ও একাই একশো। বাকিরা যা করল! শনিবার রাজধানীতে ব্যাটের শাসন দেখালেন প্রভসিমরন সিংহ (Prabhsimran Singh)। পাঞ্জাব কিংসের ব্যাটার ইনিংস ওপেন করতে নেমে ঝকঝকে সেঞ্চুরি করলেন। মাত্র ৬৫ বলে করলেল ১০৩ রান। ১ ঘণ্টা ২৭ মিনিটের ইনিংসে ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন তিনি। তবে প্রভসিমরন ছাড়া পাঞ্জাব কিংসের বাকিদের অবদান না বলার মতোই।</p>
<p>শিখর ধবন করলেন ৭ রান। লিয়াম লিভিংস্টোন ৪। জিতেশ শর্মা ৫। স্যাম কারান ২০। হরপ্রীত ব্রার ২। শাহরুখ খান ২। সিকন্দর রাজা ১১ রানে অপরাজিত ছিলেন। এর থেকেই বোঝা যায়, একাই একশো হয়ে কীরকম লড়াই করেছেন প্রভসিমরন। তাঁর দাপটেই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলেছিল ১৬৭/৭। দিল্লিকে ম্য়াচ জিততে তুলতে হতো ১৬৮ রান। ফিরোজ শাহ কোটলায় বল পড়ে আটকাচ্ছে। থমকে আসছে। শট খেলা খুব একটা সহজ হচ্ছে না। ইরফান পাঠানও যে কারণে বলে দিয়েছিলেন, এই রান করাটা সহজ হবে না দিল্লির। শেষ পর্যন্ত পাঠানের ভবিষ্যদ্বাণী মিলে গেল। টানা দুবার প্লে অফের আগেই ছিটকে গেল দিল্লি।</p>
<p>
<script src="//www.instagram.com/embed.js" async=""></script>
</p>
<p>টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির বোলারদের মধ্যে এদিন সেরা ইশান্ত শর্মা। ৩ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন তিনি। বাংলার পেসার মুকেশ কুমারকে গোটা ইনিংসে বল দেননি ওয়ার্নার। পাঞ্জাব ইনিংসের শেষ ওভারে বল করতে ডাকা হয় মুকেশকে। এসেই প্রভসিমরনকে ফিরিয়ে দেন তিনি। ১ ওভারে খরচ করেন মাত্র ৩ রান।&nbsp; একটি করে উইকেট নিয়েছেন অক্ষর পটেল, প্রবীণ দুবে ও কুলদীপ যাদব। মিচেল মার্শ ১ ওভারে ২১ রান দেন।</p>
<p>দিল্লির ব্যাটারদের মধ্যে অধিনায়ক ওয়ার্নার ২৭ বলে ৫৪ রান করেন। আর কেউই বলার মতো কিছু করতে পারেননি।</p>
<p><strong>আরও পড়ুন:</strong><strong>&nbsp;<a href="https://bengali.abplive.com/lifestyle/hair-care-tips-summer-hair-care-and-scalp-care-tips-975074">গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস</a></strong></p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড" href="https://bengali.abplive.com/sports/ipl-2023-yashasvi-jaiswal-broke-down-into-tears-after-failure-in-first-ipl-reveals-childhood-coach-jwala-singh-977369" target="_self">৩ ম্যাচে ৪০ রান করে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই যশস্বীর ব্যাটেই আইপিএলে রেকর্ড</a></strong></p>