Hardik, Rashid, Gill, Joseph, Mavi New Gujarat Titans Jersey Bring Awareness Against Cancer


আমদাবাদ: গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে রশিদ খানের অনবদ্য ইনিংস সত্ত্বেও, পরাজিত হতে হয়েছিল গুজরাত টাইটান্সকে (Gujarat Titans)। এরপর সোমবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ড্যরা (Hardik Pandya)। সেই ম্যাচেই নিজেদের জার্সির রং বদলে ফেলছেন হার্দিকরা। নীল রঙের বদলে ল্যাভেন্ডার রঙের জার্সি পরেই এই ম্যাচে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত।

কিন্তু হঠাৎ জার্সির রং বদলের প্রয়োজন হল কেন? আসলে গুজরাত এক মহৎ উদ্যোগের দরুণই এক ম্যাচের জন্য নিজেদের জার্সির রং বদলের সিদ্ধান্ত নিয়েছেন হার্দিকরা। আসলে ল্যাভেন্ডার রং সব ধরনের ক্যান্সারের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। গুজরাত এই রঙের জার্সি পরে ক্যান্সারের সম্পর্কে সচেতনতা গড়তে এবং ক্যান্সার যোদ্ধাদের লড়াইকে কুর্নিশ জানাতে আগ্রহী।

 

 

গুজরাত এই উদ্যোগের মারফৎ ক্যান্সার বিষয়ক সচেতনতা গড়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রায় জরুরি বদল ঘটিয়ে যাতে ক্যান্সার রোখা যায় সেই বিষয়ে সচেতনতা গড়তে আগ্রহী। গুজরাত নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে লেখে, ‘আমরা এই সোমবার এই বিশেষ উদ্যোগের জন্য ল্যাভেন্ডার রঙের জার্সি পরে মাঠে নামতে প্রস্তুত। গুজরাত টাইটান্স সকলেরই স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত। আমরা ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আগ্রহী এবং এই বিষয়ে আপনারাও আমাদের যোগ দিন।’

গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক বিষয়ে বলেন, ‘ভারত এবং গোটা বিশ্বের কোটি কোটি মানুষ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছে। দলগতভাবে এই মারণ রোগের বিষয়ে সকলের সচেতনতা গড়ে তুলতে আমরা উদ্যোগী। ল্যাভেন্ডার রঙের মাধ্যমে আমরা সকল ক্যান্সার যোদ্ধা এবং তাঁদের পরিবারের পাশে থাকতে আগ্রহী। আশা করছি আমাদের এই উদ্যোগের মাধ্যমে অন্যরাও ক্যান্সার যোদ্ধাদের পাশে থাকার জন্য অনুপ্রেরণা পাবে।’

আরও পড়ুন: গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি