Mocha Cyclone: মোখার আতঙ্ক, পোর্ট ব্লেয়ারে না নেমেই কলকাতায় ফিরে এল বিমান

কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের দিকে রওনা দিয়েছিল ভিস্তেরা ফ্লাইট ( UK747)। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য মাঝপথ থেকেই ফিরে এল বিমানটি। দুপুর তিনটে নাগাদ এটি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে।

সূত্রের খবর, মূলত পোর্ট ব্লেয়ার উপকূলে মোখার আতঙ্ক রয়েছে। সেকারণে ওখানে আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। তার জেরেই শনিবার বিমানটি আর পোর্টব্লেয়ারে নামার ঝুঁকি নেয়নি। সেটা একেবারে ইউ টার্ন নিয়ে ফের ফিরে আসে কলকাতায়।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর মোখার জেরে পোর্ট ব্লেয়ারের আবহাওয়ার ক্রমশ অবনতি হচ্ছিল। সেকারণেই আর ওখানকার বিমানবন্দরে নামেনি বিমানটি। সেটা ফের কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। মূলত খারাপ আবহাওয়ার জেরেই এই বিমানটি আর নামতে পারেনি আন্দামানে।

এদিকে মোখার আতঙ্কে বাংলাদেশের কক্সবাজার থেকে বহু পর্যটক চলে আসছেন বলে খবর। মোখা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কাতেই তাঁরা কক্সবাজার ছাড়ছেন।

সূত্রের খবর, বাংলাদেশ- মায়ানমার উপকূলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। সেকারণে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে।

মনে করা হচ্ছে ১৭৫ কিমি গতিবেগে তছনছ করে দিতে পারে ঝড়। বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলায় আপনি মোখার লাইভ আপডেট পেতে পারেন। এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ল্যান্ডফলের আগে কিছুটা দুর্বল হবে মোখা। ১৫০-১৬০ কিমি গতিবেগে এই ঝড় বইবে। দমকা হাওয়ার বেগ মাঝেমধ্যেই ১৭৫ কিমিতে পৌঁছে যেতে পারে। তবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি যতটা সম্ভব কমানোর জন্য় সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।