কৃষ্ণনগর লোকালের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দু’‌জনের, খড়দায় কেন এমন ঘটনা ঘটল?

ওভারব্রিজ ছাড়া রেল লাইন পারাপার করবেন না। এটাই ছিল রেলের পক্ষ থেকে সতর্ক বার্তা। কিন্তু ব্যস্ততা সেই সতর্কবার্তাকে পিছনে ফেলে এগিয়ে যায়। এমন সতর্কবার্তা প্রত্যেকটি রেল স্টেশনে যেমন সাঁটানো রয়েছে তেমন বারবার ঘোষণাও করা হয়। কিন্তু রাতের অন্ধকারে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে ওভারব্রিজকে এড়িয়ে রেল লাইন পারপার অনেকের অভ্যাস। আর এই অভ্যাসের দৌলতেই রাতে প্রাণ গেল দু’‌জনের। এই দুই ব্যক্তি রেললাইন পার করেই স্টেশনে উঠতে চেয়েছিলেন। কিন্তু কৃষ্ণনগর লোকালের ধাক্কায় সেটা আর সম্ভব হয়নি।

এদিকে রেলের পক্ষ থেকে লাগাতার সতর্কতামূলক প্রচার, বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যাতে রেল লাইন পারাপার না করে ওভারব্রিজ ব্যবহার করেন মানুষজন। পুলিশ প্রহরা বাড়ানো হয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তারপরেও মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যক্তির। এবার ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিয়ালদা শাখায় দুই ব্যক্তির। শনিবার রাতে খড়দা স্টেশনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শিয়ালদা–কৃষ্ণনগর গ্যালোপিং লোকালের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির।

ঠিক কী ঘটেছে খড়দায়?‌ স্থানীয় সূত্রে খবর, তখন রাত বেশ অনেকটা গড়িয়েছে। তীব্র গতিতে ছুটে আসছিল শিয়ালদা–কৃষ্ণনগর গ্যালোপিং লোকাল। আর তখন ওই দুই ব্যক্তি ওভারব্রিজ ব্যবহার না করে রেল লাইন পার করে স্টেশনে ওঠার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন। আর তখনই ট্রেনের জোরালো ধাক্কায় লাইনে ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে খড়দা স্টেশনে। মৃতদেহ ঘিরে ভিড় জমে যায়। এমনকী এই ঘটনার জেরে আতঙ্ক তৈরি হয়। আজ, রবিবার সকালেও জোর আলোচনা শুরু হয়েছে এলাকায়। তবে দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রেল লাইন পারাপার করার সময় খেয়াল ছিল না ওই দুই ব্যক্তির। আর তার জেরেই শিয়ালদা–কৃষ্ণনগর গ্যালোপিং লোকালের সামনে পড়ে যান তাঁরা। তখনই এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। রবিবার সকাল পর্যন্ত মৃতদের নাম–পরিচয় জানা যায়নি। আজ সকাল থেকে আরও জোরদার প্রচার শুরু হয়েছে লাইন পারাপার না করা নিয়ে। ওভারব্রিজ ব্যবহার করে প্রাণের ঝুঁকি না নেওয়ার প্রচার চলছে। আর এই দু’‌জন ব্যক্তির মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে।