বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক নাসিরুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

‘মানিকগঞ্জের জমিদারদের ইতিহাস ও স্থাপত্যিক ঐতিহ্য’ নিয়ে গবেষণা সম্পন্ন করায় বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো সাংবাদিক নাসিরুল ইসলামকে পিএইচডি ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রবিবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আদেশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ইসলামের ইহিতাস ও সংস্কৃতি বিভাগের অধীনে মো. নাসিরুল ইসলামকে তার রচিত ‘মানিকগঞ্জের জমিদারদের ইতিহাস ও স্থাপত্যিক ঐতিহ্য’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছে। 

মো. নাসিরুল ইসলামের পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. নাজমা বেগম। নাসিরুল ইসলাম একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে বিএ অনার্স, ২০০৩ সালে এমএ এবং ২০১০ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন।