Cyclone Mocha Live Updates: আতঙ্কের কয়েক ঘণ্টা, আর কিছুক্ষণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোখা

আজ আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ-মায়ানমার উপকূলে প্রবল গতিতে আছড় পড়বে ঘূর্ণিঝড় মোখা। হাওয়া অফিস সূত্রে, ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘণ্টায় ২১০ কিমি। এই আবহে আতঙ্কে বাংলাদেশের কক্সবাজার, টেকনাফ অঞ্চলের বাসিন্দারা। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও এই ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড় মোখার যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়। 

14 May 2023, 07:35:45 AM IST

কক্সবাজারে উপস্থিতি রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও

মোখার জন্য বাংলাদেশে ১৫০০টিরও বেশি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের কক্সবাজারে ৪০টি অ্যাম্বুলেন্স এবং ৩৩টি মোবাইল মেডিক্যাস টিমকে স্ট্যান্ডবাইতে রেখেছে।

14 May 2023, 07:34:21 AM IST

আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে

এদিকে এই অতি প্রবল ঘূর্ণিঝড়ের জন্য বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ এবং মায়ানমার প্রস্তুতি নিচ্ছিল। আগামী কয়েক ঘণ্টার মধ্যে মোখা উপকূলে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেই অবশ্য মায়ানমার ও বাংলাদেশের উপকূল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। উভয় দেশই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।