Kaliaganj: দু সপ্তাহ পর বাড়ি ফিরল কালিয়াগঞ্জে নিহত BJP কর্মীর পরিবার, পৌঁছে দিলেন সুকান্ত

পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনার পর থেকে তাঁর ঘরছাড়া পরিবার অবশেষে ঘরে ফিরল। শনিবার তাঁদের সঙ্গে করে বাড়িতে ফেরান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এর পর তিনি বলেন, এই পরিবারের যদি কিছু হয় তার জন্য দায়ী থাকবে পুলিশ। তার পর এই পুলিশ প্রশাসনকে কী ভাবে শায়েস্তা করতে হয় সেটা আমরা দেখাব।

গত ২৭ এপ্রিল রাতে রাধিকাপুরের চাঁদগাঁয়ে খুন হন রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। তার ২ দিন পর থেকে বাড়িছাড়া তাঁর পরিবার। শনিবার ২ সপ্তাহ পর বাড়ি ফিরলেন তাঁরা। তাঁদের সঙ্গে করে বাড়িতে নিয়ে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এর পর তিনি বলেন, ‘আতঙ্ক আছে। আমি এই পরিবারকে বাড়িতে রেখে গেলাম। এই পরিবারের যদি কিছু হয় সেজন্য দায়ী থাকবে পুলিশ। আর তার পর পুলিশকে কী করে শায়েস্তা করতে হয় আমরা জানি’।

দু সপ্তাহ পর বাড়ি ফিরলেও পুত্রহারা রবীন্দ্রনাথবাবুর মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি বলেন, ‘যে পুলিশ আমার ছেলেকে গুলি করে মারল সে যে আমাকে গুলি করবে না তার কী নিশ্চয়তা।’ তিনি দাবি করেন, ‘তদন্তের নামে প্রহসন চলছে। ঘটনায় যাদের ২ জনকে সাক্ষী করা হয়েছে তাদের একজন দিল্লিতে থাকে। আরেকজনের পা রেল দুর্ঘটনায় বাদ গিয়েছে। সে বিছানা থেকে রাত ৩টের সময় কী করে উঠবে? পুলিশ আর তৃণমূল নেতারা মিলে চক্রান্ত করছে। আমি সিবিআই তদন্ত চাই। যে পুলিশকর্মী আমার ছেলেকে গুলি করেছে তার শাস্তি চাই’।