Mothers Day 2023: কথায় না পারলে গানেই ‘ভালোবাসি’ বলুন মা-কে! রইল বলিউডের কিছু মন ছুঁয়ে যাওয়া গান

মায়ের জন্য উপহার কিনে ফেলেছেন নিশ্চয়ই। অথবা ঠিক করেছেন রাতে নিয়ে যাবেন ডিনার ডেট বা লং ড্রাইভে। অথবা মা-কে নিয়ে একটা রিলস শেয়ার করার ইচ্ছে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই সব ক্ষেত্রেই কিন্তু দরকার পড়বে একটা পারফেক্ট গানের। মায়ের প্রতি আপনার ভালোবাসা যাতে প্রকাশ কথাতেও করতে না পারলেও, গানের সুরে বাইরে বেরিয়ে আসে।

চুনার: 

চুনার এই গানটা এবিসিডি ২ সিনেমার, যা গেয়েছেন অরিজিৎ সিং। আর সিনেমায় ছিলেন বরুণ ধাওয়ান। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। 

মেরি মা: 

ইয়ারিয়া সিনেমার মেরি মা গানটিও রাখুন আজকের প্লে লিস্টে। ইরশাদ কামিলের লেখা এই গানের কথা মন জয় করে নেয়। গানটি গেয়েছেন কেকে।

জনম জনম: 

ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমার এই গানটিও খুব জনপ্রিয়। ইরশাদ কামিলের লেখা আর গানটি গেয়েছেন ইরশাদ কামিল।

তু কিতনি অচ্ছি হ্যায়:

‘রাজা অউর র‌্যাঙ্ক’ সিনেমার ‘তু কিতনি আচ্ছি হ্যায়’ গানকে বলতে পারেন ‘ওল্ড ইজ গোল্ড’। লতা মঙ্গেশকর এই গানটি গেয়েছেন।

লুক্কা ছুপি: 

মাদার্স ডে-র প্লে লিস্টে থাকুক ‘রং দে বসন্তী’ সিনেমার লুক্কা ছুপি গানটিও। লতা মঙ্গেশকর আর এআর রহমান গেয়েছেন গানটি।

মেরি মা:

‘তারে জমিন পর’ ছবির ‘মা’ গানটি প্রতিবার আমাদের চোখে জল এনে দেয়। মায়ের থেকে আলাদা হয়ে যাওয়া একটি শিশুর আবেগকে ফুটিয়ে তোলে। কিছু পুরানো ছবি দিয়ে আপনার মায়ের জন্য একটি ভিডিও তৈরি করা এবং ব্যাকগ্রাউন্ডে গানটি জুড়ে দিতে পারেন।

মাদার্স ডে-র দিন শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে নয়, বরং মাকে সোজাসুজি গিয়ে বলেই ফেলুন আপনার মনের কথাগুলো। মা-কে ছাড়া কতটা অসম্পূর্ণ আপনি তা জানাতে ভুলবেন না। মাকে ভালোবাসার জন্য কোনও বিশেষ দিন দরকার হয় না ঠিকই, কিন্তু একটা দিনকে উপলক্ষ বানিয়ে যদি ভালোবাসা ব্যক্ত করার সুযোগ আসে তাহলে মন্দ কী! রোজের কাজের ব্যস্ততায় কতটাই বা সময় মেলে মায়ের জন্য। আজকের দিনটা তাই প্রাণের প্রিয় এই মানুষটার জন্যই না হয় তোলা থাক। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)