Pedestrian safety: কলকাতার পথচারীদের সুরক্ষা দিতে একগুচ্ছ পদক্ষেপ পুলিশের, আসছে হাইটেক ব্যবস্থা

কলকাতায় গাড়ির চাপ যেন বাড়ছে ক্রমশ। সেই সঙ্গেই দুর্ঘটনাও হচ্ছে মাঝেমধ্য়েই। তার মধ্যেই পথচারীরা পড়েছেন আর এক সমস্যায়। কলকাতার একাধিক পয়েন্টে রাস্তা পার হওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। তবে এবার পথচারীদের সুরক্ষার জন্য় এক গুচ্ছ পরিকল্পনা নিচ্ছে কলকাতা পুলিশ। মূলত আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিসংখ্যান বলছে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত ৪৪টি দুর্ঘটনার মধ্যে অন্তত ১৭টি দুর্ঘটনায় বলি হয়েছেন পথচারীরা। এবার পথচারীদের সুরক্ষার জন্য় নড়েচড়ে বসল কলকাতা পুলিশ।

পথচারীদের রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আরও সুরক্ষা বৃদ্ধির জন্য গার্ডরেল, কোন, বুম বেরিয়ার ও পেডেসট্রিয়ান আইল্যান্ড করার চিন্তাভাবনা করা হয়েছে।

বিভিন্ন ক্রশিংয়ে মূলত ত্রিস্তরীয় সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে পথচারীদের জন্য। পুলিশের একাংশের মতে, দুর্ঘটনার একটা বড় কারণ হল কোনও ক্রশিংয়ের কাছে অনেক সময় একাধিক দিক দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন । আর এটা দুর্ঘটনার একটা বড় কারণ। তাছাড়া সিগন্যাল হয়ে যাওয়ার সময় অনেক সময় ছুটে অনেকে রাস্তা পার হতে চান। এতে গাড়ি চালকরা বিভ্রান্ত হয়ে যান। তবে স্থানীয়ভাবে সমস্যাগুলি কীভাবে মেটানো যায় তার চেষ্টা করা হচ্ছে।

শহরের অন্তত ৪০টি ক্রশিংয়ে ৮৬টি অতিরিক্ত বুম বেরিয়ারের ব্যবস্থা করা হচ্ছে। এদিক ওদিক দিয়ে যাতে পথচারীরা রাস্তা না পার হন সেই অভ্যাসটা গড়ে তোলার জন্যও এই বুম বেরিয়ার অত্যন্ত কার্যকরী। অজয়নগর, ফুলবাগান এই সমস্ত জায়গায় যেখানে রাস্তা অনেকটা চওড়া সেখানে পেডেস্ট্রিয়ান আইল্যান্ড করার উদ্য়োগ নেওয়া হচ্ছে।

এদিকে কলকাতার একাধিক জায়গায় মেট্রো রেলের কাজও চলছে। তার জেরে কিছু পয়েন্টে রাস্তা পারাপারের ক্ষেত্রে যাতে সুবিধা হয় তার চেষ্টা করা হচ্ছে। কিছু জায়গায় ব্লিঙ্কিং পেডেস্ট্রিয়ান সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে। মূলত যেখানে ট্রাফিক কিছুটা কম রয়েছে সেখানে এই ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে স্ট্র্যান্ড রোড( দক্ষিণ), হেস্ট্রিংস ও বাসন্তী হাইওয়েতে যেখানে গাড়ির চাপ কিছুটা কম সেখানে পথচারীদের জন্য সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে। পথচারীদের সিগন্যাল লাল থাকার সময় যাতে কেউ পারাপার না করেন সেকারণে বুম বেরিয়ার তৈরি করা হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup