RR vs RCB, 1st Innings: ফাফ, ম্যাক্সওয়েলের অর্ধশতরানের পর শেষের দিকে অনুজের ঝোড়ে ব্যাটিং, ১৭১/৫ তুলল আরসিবি

<p><strong>জয়পুর:</strong> সোয়াই মানসিংহ স্টেডিয়ামের মন্থর গতির পিচে ফাফ ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ১৭১/৫ রানেই থামতে হল আরসিবিকে। অবশ্য ইনিংসের একেবারে শেষ তিন বলে তিনটি বাউন্ডারি মেরে দলকে লড়াইয়ের রসদ এনে দিলেন অনুজ রাওয়াত।&nbsp;&nbsp;</p>