Udayan Guha: ‘বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারবে না’, মন্ত্রী উদয়ন গুহর মন্তব্যে ফের বিতর্ক

অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গণতান্ত্রিক উপায়ে মানুষের মতামতি জানতে জনসংযোগ করতে ব্যস্ত তৃণমূল সাংসদ। সেই মুহূর্তে পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মন্তব্য করেছেন, ‘বিরোধীরা কেউ প্রার্থী দিতে পারবে না।’ তাঁর এই মন্তব্য নিয়ে পালটা কটাক্ষ করেছেন বিরোধীরা।

বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের শালমারায় সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৩০০টির বেশি বুথে বিজেপি-সহ বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। পঞ্চায়েত ভোটে বিজেপি যদি বুথ দখল করতে আসে তাহলে সাধারণ মানুষ পিঠের চামড়া গুঁটিয়ে ডুগডুগি বাজাবে।’ উদয়ন আরও বলেন, ‘যদি কেউ প্রার্থী দিতে পারে তার সঙ্গে আমাদের লড়াই হবে। তবে বিজেপির ক্ষমতা নেই। দিনহাটা বিধানসভা কেন্দ্রে ৩০০টির বেশি পঞ্চায়েত আসন রয়েছে। সেখানে বিজেপি, সিপিএম বা কংগ্রেস কেউ প্রার্থী দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসের সব আসনের প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে।’

উদয়নের এই মন্তব্যের পরেই সমালোচনা করেছেন বিরোধীরা। জেলা কংগ্রেস নেতা কমল দাশগুপ্ত বলেন, ‘পঞ্চায়েতে রাজ্যের শাসক দলের বিসর্জন হবে।’ সিপিএম নেতা শুভ্রালোক দাস জানিয়েছেন, ‘তৃণমূল এত সন্ত্রাস ছড়াচ্ছে যে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। সেই কারণে এখন তৃণমূলের নেতারা আবোল তাবোল বকছেন। রাজ্যের শাসকদল প্রার্থী দিতে পারবে কিনা সেটা নিয়ে উঠছে প্রশ্ন।’ অন্যদিকে, কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় দাবি করেছেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন অনিবার্য। ওরা এখন আবোল তাবোল বলে ভয় এবং সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। তবে এতে কোনও লাভ হবে না।’

উদয়ন আরও বলেন, ‘মিশন ভেটাগুড়ি, মিশন দিনহাটা আর হবে না। কুয়োর মধ্যে ব্যাঙকে আবদ্ধ থাকতে হবে। এই কুয়ো থেকে আমরা তাদের বের হতে দেব না।’ অন্যদিকে, এদিন বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁকে কাছে পেয়ে অনেকেই নানা সমস্যার কথা তুলে ধরেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup