Vocational courses: বিহারের কুষ্ঠরোগীদের হাতেকলমে শেখাবে বাঁকুড়ার সেন্টার, মানবিক বাংলা

রুচির কুমার

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার লেপ্রসি মিশন স্কিল ডেভলেপেন্ট সেন্টার। এবার বাংলার সেই সেন্টারেই বৃত্তিমূলক শিক্ষার সুযোগ পাবেন বিহারের কুষ্ঠরোগীরা। তাঁদের সন্তানরাও এই সুযোগ পাবেন। এটা আসলে বিনা পয়সার আবাসিক কেন্দ্র। সেখানেই তাঁরা এই সুযোগ পাবেন। বিহারের স্টেট লেপ্রসি অফিসার ডঃ বীরেশ্বর প্রসাদ জানিয়েছেন, ইলেকট্রিসিয়ান, ডিজেল মেকানিক, ওয়েল্ডার, সিউয়িং টেকনোলজির শিক্ষা দেওয়া হবে। মূলত তাঁরা যাতে আগামীদিনে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেকারণেই এই শিক্ষাদান।

বিহারের স্টেট লেপ্রসি অফিসার ডঃ বীরেশ্বর প্রসাদ জানিয়েছেন, এটা বিনামূল্য়ের আইটিআই প্রশিক্ষণের আবাসিক শিবির। মূলত যে সমস্ত ছাত্রছাত্রীরা কুষ্ঠরোগে আক্রান্ত, যে ছাত্রছাত্রীর অভিভাবকরা কুষ্ঠ রোগে আক্রান্ত, যে ছাত্রীরা বিশেষভাবে সক্ষম, ১৫-৪০ এর মধ্য়ে যাদের বয়স তাদের জন্য় এই আবাসিক পাঠক্রম। ন্যাশানাল কাউন্সিল ফর ভোকেশানাল ট্রেনিং এখানে সহায়তা করছে। তারা প্লেসমেন্টেরও ব্যবস্থা করবে।

ক্লাস ১০ পাস করেছে এমন পড়ুয়ারা দু বছরের জন্য ইলেকট্রিসিয়ান কোর্স করতে পারবে। ডিজেল মেকানিক, ওয়েল্ডিং, বুননের কাজ শেখার জন্য এক বছরের কোর্স। ডিজেল মেকানিকের জন্য মাধ্যমিক পাশ করতে হবে। ওয়েল্ডারের জন্য় ক্লাস ৮ পাস করলেই হবে।

ট্রেনিংটা একেবারে বিনামূল্যে হবে। থাকা খাওয়ারও কোনও পয়সা লাগবে না। বিহারের যে কোনও জেলা থেকে অন স্পট অ্য়াডমিশনের ব্যবস্থা রয়েছে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। বাঁকুড়ার লেপ্রসি মিশনের প্রিন্সিপাল কাম সুপার বিজয় পাট্টা জানিয়েছেন এনিয়ে বিহারের লেপ্রসি অফিসারের কাছে চিঠি পাঠিয়েছেন।

এমনকী ভলান্টিয়ারদের ১০০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। এদিকে বাঁকুড়া সেন্টারেও ফর্ম ফিলআপের কাজ শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়া সেন্টারের লেপ্রসি মিশনের বুনন বিভাগের ইনস্ট্রাকটর নন্দিতা মুখোপাধ্য়ায় জানিয়েছেন, জুলাই পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। ১৫ অগস্টের পর থেকে ক্লাস শুরু হবে।

তিনি জানিয়েছেন, ২৪ বছরের পুরানো এই প্রতিষ্ঠান। কুষ্ঠরোগী নয় এমন ব্যক্তিদেরও ভর্তি করা হয়। সেক্ষেত্রে ছেলেদের জন্য ২০,০০০টাকা ও মেয়েদের মধ্যে ১৬,০০০ টাকা। হস্টেলের জন্য সব মিলিয়ে প্রতি মাসে ২,০০০ টাকা করে নেওয়া হয়।

বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা বিহারের মজফ্ফরপুর, রক্সৌল থেকে আসেন। ঝাড়খণ্ড থেকেও অনেকে আসেন। কেন্দ্রীয় সরকার NCVT-ITI সার্টিফিকেট দেবে এই কোর্স শেষ করার পরে। প্রসঙ্গত এপ্রিল ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত বিহারে ১২,৩৪৪জন কুষ্ঠতে নতুন করে আক্রান্তের খবর মিলেছিল।