ভাঙড়ে ফুলবাড়িতে তুমুল বোমাবাজি, আইএসএফ–তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত এলাকা

আজ, সোমবার আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ব্যাপক সংঘর্ষ হয় ভাঙড়ে। আর তার জেরে তুমুল বোমাবাজি শুরু হয় এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষজন। দুই দলই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তবে এই বোমাবাজির জেরে একটি শিশু আহত হয়েছে বলে খবর। দু’‌পক্ষই এদিন বোমা ছোড়ে বলে অভিযোগ উঠেছে। রবিবার থেকেই দু’‌দলের মধ্যে গোলমাল লেগেছিল। আজ সেটা চরম আকার নিল।

এদিকে রবিবার আইএসএফের মিটিংয়ে নতুন প্রজন্মের ছেলেদের মদ খাওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে পাল্টা পথে নামে আইএসএফ। এই নিয়ে রাস্তায় গণ্ডগোল বাঁধলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর আইএসএফ যেখানে সভা করেছিল সেখানে জনসভা করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের সভা সেখানে হয়। তার আগে গতকাল কেন নওশাদ সিদ্দিকীর মিটিংয়ে গিয়েছিল? এই প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস বোমাবাজি করে বলে আইএসএফের অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তবে আইএসএফ গণ্ডগোল করেছে বলে পাল্টা অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ গিয়েছে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

অন্যদিকে এদিন ওই এলাকায় তৃণমূল কংগ্রেসের সভা ছিল। সেখান থেকে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ উঠেছে। যে শিশুটি আহত হয়েছে তার মা বলেন, ‘‌আমরা আসলে আইএসএফ করি। আমরা গতকাল আইএসএফের মিটিংয়ে গিয়েছিলাম। তাই আমাদের ঘরে বোমা মারা হল।’‌ যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেস কোনও বোমাবাজির সঙ্গে জড়িত নয় বলে জানানো হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

ঠিক কী অভিযোগ আইএসএফের?‌ আইএসএফের পক্ষ থেকে বলা হচ্ছে, গতকাল যে অশান্তি হয়েছিল তার বদলা নেওয়া হয়েছে। রবিবার পুলিশ আইএসএফের সভায় ছিল না। আজ, সোমবার যেই তৃণমূল কংগ্রেসের সভা–মিছিল ছিল তখনই পুলিশে পুলিশে ছয়লাপ অবস্থা। পুলিশ তদন্ত করে দেখুক কত বোমা মারা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, বোমাবাজি আইএসএফ করেছে। আর এখন তৃণমূল কংগ্রেসের উপর দোষ দেওয়া হচ্ছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup