GT vs SRH: আজ গুজরাত বনাম হায়দরাবাদ মহারণ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

<p><strong>আমদাবাদ: </strong>আইপিএল প্রায় শেষ লগ্নে। তবে একমাত্র দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি ৯ দলের প্রত্যেকেই রয়েছে প্লে অফের দৌড়ে। ফেভারিট গুজরাত টাইটান্স। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। আর ৯ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার আইপিএলে মুখোমুখি এই দুই দল (GT vs SRH)।</p>
<p>আইপিএলে গতবারই অভিষেক হয়েছে গুজরাত টাইটান্সের। আর আবির্ভাবেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। এখনও পর্যন্ত আইপিেলে দুবার মুখোমুখি হয়েছে দুই দল। গুজরাত জিতেছে এক ম্যাচ। একটি ম্যাচ জিতেছে হায়দরাবাদ। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবশ্য প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে গুজরাত। তার মধ্যে জিতেছে ৪টি ম্যাচ। হেরেছে ৩ ম্যাচে।</p>
<p>চলতি মরসুমে আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬টি ম্যাচ হয়েছে। তার মধ্যে পাঁচটি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল ১৭৫ বা তার বেশি রান করেছে। এই মাঠেই রিঙ্কু সিংহের সেই পাঁচ বলে পাঁচ ছক্কার ইতিহাস। সোমবারের ম্যাচেও বড় রানের পূর্বাভাস রয়েছে।&nbsp;বৃষ্টির ভ্রুকুটি নেই। আবহাওয়া পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস। ভাল একটি ক্রিকেটীয় দ্বৈরথ দেখার সুযোগ পেতে পারেন সমর্থকেরা।</p>
<p>গুজরাত এবারও পয়েন্ট টেবিলের শীর্ষে। সোমবার জিতলেই চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে প্রথম দল হিসাবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে গুজরাত। হারলেও শেষ ম্যাচে আরও একটি সুযোগ পাবেন হার্দিক পাণ্ড্যরা।</p>
<p>হায়দরাবাদের সামনে অবশ্য সব ম্যাচ জেতা ছাড়া কোনও বিকল্প নেই। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট এইডেন মারক্রামদের। প্লে অফে ওঠার সামান্যতম সম্ভাবনাও বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচ জিততেই হবে হায়দরাবাদকে। সোমবার হারলেই ২ ম্যাচ বাকি থাকতে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে নিজামের শহর।</p>
<p>তবে ম্যাচ জিতলেও হায়দরাবাদকে নির্ভর করে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর। শেষ চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/hardik-pandya">হার্দিক পাণ্ড্য</a>রা। তবু পয়েন্ট টেবিলের শীর্ষেই থেকে গিয়েছেন। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা জুটি দলকে ভরসা দিচ্ছেন। মিডল অর্ডারও ছন্দে। ফিনিশাররা ম্যাচ জেতাচ্ছেন। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সূর্যকুমার যাদবের তাণ্ডবের পর হারতে হলেও রশিদ খান যে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, এখনও তা নিয়ে চর্চা চলছে। বোলাররাও ছন্দে। পার্পল ক্যাপ রশিদের দখলে। প্রথম পাঁচের মধ্যে রয়েছেন মহম্মদ শামিও। তবে টিমগেম খেলে চমক দেওয়ার অপেক্ষায় হায়দরাবাদ।&nbsp;</p>
<p><strong>কাদের ম্যাচ</strong></p>
<p>গুজরাত টাইটান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ</p>
<p><strong>কোথায় ম্যাচ</strong></p>
<p>নরেন্দ্র মোদি স্টেডিয়াম, হায়দরাবাদ</p>
<p><strong>কখন খেলা</strong></p>
<p>ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০</p>
<p><strong>কোথায় দেখবেন</strong></p>
<p>টিভিতে ম্যাচ দেখা যাবে&nbsp; স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্মার্ট ফোনে জিও সিনেমায় দেখা যাবে ম্যাচ।</p>
<p><strong>আরও পড়ুন:&nbsp;<a title="ভক্তদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না ধোনি, ঘটালেন অভিনব ঘটনা" href="https://bengali.abplive.com/sports/ipl-2023-ms-dhoni-couldn-t-hear-presenter-s-question-as-loud-cheer-from-gallery-was-deafening-977970" target="_self">ভক্তদের চিৎকারে প্রশ্নই শুনতে পেলেন না ধোনি, ঘটালেন অভিনব ঘটনা</a></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক" href="https://bengali.abplive.com/lifestyle/hair-care-tips-three-homemade-hair-masks-to-repair-dry-and-damaged-hair-977896" target="_self">রুক্ষ-শুষ্ক চুলের সমস্যা দূর হবে নিমেষে, বাড়িতেই তৈরি করে নিন এই তিনটি হেয়ার মাস্ক</a></strong></p>