ওষুধের মোড়কে রাজধানীতে ফেনসিডিল আনতেন আয়ুর্বেদিক চিকিৎসক

চুয়াডাঙ্গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীতে ফেনসিডিল আনতেন আয়ুর্বেদিক চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। ফেনসিডিল আনতেন ওষুধের মোড়কে। রবিবার (১৪ মে) মিরপুরের কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে জাহাঙ্গীরসহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

গ্রেফতার অপর ব্যক্তি হলেন মো. আজগর আলী ওরফে সনু (৩৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ বোতন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘গ্রেফতার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে।’

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল এনে রাজধানীতে বিক্রি করতেন জাহাঙ্গীর। কেউ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য ফেনসিডিল আনতেন ওষুধের মোড়কে। গতকালও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর ফেনসিডিল এনেছেন।’